মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ০৫:২৮ পূর্বাহ্ন

কাহারোলে ইউএনও’র বিদায় সংবর্ধনা ও নবাগত ইউএনও’র যোগদান

রনজিৎ সরকার রাজ (দিনাজপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় : বুধবার, ৬ আগস্ট, ২০২৫
  • ১৫২ বার পড়া হয়েছে

রনজিৎ সরকার রাজ (দিনাজপুর) প্রতিনিধি:

দিনাজপুরের কাহারোল উপজেলা নির্বাহী অফিসার মোঃ আমিনুল ইসলামের বিদায় সংবর্ধনা ও নবাগত উপজেলা নির্বাহী অফিসার মিজ মোকলেদা খাতুন মিম এর যোগদান উপলক্ষে বিদায়ী সংবর্ধনা ও আগমনী সভা অনুষ্ঠিত হয়।

বুধবার (৬ আগষ্ট ২০২৫) কাহারোল অফিসার্স ক্লাবের আয়োজনে উপজেলা পরিষদ সভা কক্ষে কাহারোল উপজেলা নির্বাহী অফিসার মোঃ আমিনুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার মিজ মোকলেদা খাতুন মিম।

এ ছাড়াও বক্তব্য রাখেন উপজেলা পঃপঃ কর্মকর্তা ডাঃ মোঃ মোস্তাফিজুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মল্লিকা রানী সেহানবীস,উপজেলা মৎস্য কর্মকর্তা জোবায়দা নাজনীন,উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ আবু সরফরাজ হোসেন, উপজেলা মাধ্যমিক কর্মকর্তা মোঃ জিয়াউল ইসলামসহ সকল দপ্তরের কর্মকর্তারবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান সার্বিক সঞ্চালনার দায়িত্বে ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ রাজুল ইসলাম।

উল্লেখ্য উপজেলা নির্বাহী অফিসার মোঃ আমিনুল ইসলাম ৬ জুলাই ২০২৩ সালে কাহারোলে উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান করে তার বিচক্ষণতায় উপজেলার শিক্ষা প্রতিষ্ঠান, কান্তজি মন্দির প্রান্তর, নয়াবাদ মসজিদ, উপজেলা পরিষদ পুকুর সংস্কারসহ বিভিন্ন সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানে ব্যাপক উন্নয়নের কাজ সুনামের সাথে করেছেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ