মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ০৫:৪৭ পূর্বাহ্ন

গাজীপুরে গণঅভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়াও বিজয় র‍্যালি অনুষ্ঠিত

উসমান গনি শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : বুধবার, ৬ আগস্ট, ২০২৫
  • ১৪৭ বার পড়া হয়েছে

উসমান গনি শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধিঃ

গাজীপুরের শ্রীপুর উপজেলা ও পৌর বিএনপির যৌথ উদ্যোগে জুলাই-আগস্টে গণঅভ্যুত্থানে এবং ৫ আগস্টে মাওনা চৌরাস্তায় ১৭ জন শহীদের আত্মার মাগফিরাত কামনা করে খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৫ আগস্ট) দুপুর ২টায় পল্লী বিদ্যুৎ মোড় আর এস ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্টে শ্রীপুর পৌর বিএনপির আহ্বায়ক হুমায়ুন কবির সরকারের সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির সদস্য সচিব খাইরুল কবির আজাদ মণ্ডলের পরিচালনায় দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বাচ্চু। এ সময় আরও বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল মোতালেব, সাবেক সভাপতি শাহজাহান ফকির, বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, পৌর বিএনপির সদস্য সচিব বিল্লাল হোসেন বেপারী, মোসলেহ উদ্দিন মৃধা, সে সময় আরো উপস্থিত ছিলেন, পৌর বিএনপির সম্মানিত আহ্বায়ক সদস্য
খোকন প্রধান, বিল্লাল হোসেন, সাইফুল হক মোল্লা
শ্রীপুর পৌর সেচ্ছাসেবকদলের আহ্বায়ক নজরুল ইসলাম মিলন, সদস্য সচিব, শামসুল হক শ্যামল
পৌর বিএনপি নেতা বিশিষ্ট সমাজ সেবক নাসিম মন্ডল, পৌর কৃষক দলের সদস্য সচিব রাহাত হাসান জুয়েল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

বিএনপির নেতাকর্মীদের আনন্দ র‌্যালি দোয়া মাহফিল শেষে অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বাচ্চুর নেতৃত্বে বিশাল বিজয় র‍্যালি ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মাওনা চৌরাস্তা এলাকা প্রদক্ষিণ করে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ