মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ০৫:০৯ পূর্বাহ্ন

পবিপ্রবি ও ইউনিভার্সিটি পুত্রা মালয়েশিয়ার যৌথ মতবিনিময় সভা অনুষ্ঠিত

পবিপ্রবি প্রতিনিধি, মুশতাক আহমেদ
  • প্রকাশের সময় : বুধবার, ৬ আগস্ট, ২০২৫
  • ১৪৩ বার পড়া হয়েছে

পবিপ্রবি প্রতিনিধি,

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) এবং ইউনিভার্সিটি পুত্রা মালয়েশিয়ার মধ্যে শিক্ষা ও গবেষণা সহযোগিতা জোরদারে যৌথ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

গত ৪ আগস্ট পবিপ্রবির কৃষি অনুষদের কনফারেন্স কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। আয়োজক ছিল বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল স্টুডেন্ট অ্যাফেয়ার্স (আইএসএ) সেল। সভা সঞ্চালনা করেন সেলটির পরিচালক ড. হাচিব মোহাম্মদ তুষার।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন প্রো-উপাচার্য অধ্যাপক ড. এস এম হেমায়েত জাহান।

মতবিনিময় সভায় বিশেষ আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিভার্সিটি পুত্রা মালয়েশিয়ার অধ্যাপক এবং ‘ইন্টারন্যাশনাল কলাবরেশন ফর ফুড সিকিউরিটি অ্যান্ড সাসটেইনেবল এগ্রিকালচার (ICFSA)’–এর সভাপতি ড. সুসিলাওয়াতী কাশেম।
সভায় সভাপতিত্ব করেন পবিপ্রবির পোস্ট গ্র্যাজুয়েট স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ আতিকুর রহমান।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মোহাম্মদ ইখতিয়ার উদ্দিন, কৃষি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. দেলোয়ার হোসেন এবং অধ্যাপক ড. শামীম মিয়া।

সভায় আরও উপস্থিত ছিলেন অধ্যাপক ড. মো. মামুন অর রশিদ, মো. জামাল হোসেন, ড. মুহাম্মদ নেসার উদ্দিন আহমেদ, ড. সারোয়ার হোসেনসহ বিভিন্ন অনুষদের শিক্ষক ও শিক্ষার্থীরা।

মতবিনিময় সভায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. কাজী রফিকুল ইসলাম বলেন, ‘শিক্ষা ও গবেষণায় আন্তর্জাতিক সহযোগিতা সময়ের দাবি। ইউনিভার্সিটি পুত্রা মালয়েশিয়ার সঙ্গে যৌথ কার্যক্রম এ বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও গবেষণা অগ্রযাত্রায় নতুন দিগন্ত খুলে দেবে।’

অধ্যাপক সুসিলাওয়াতী কাশেম একাত্মতা প্রকাশ করে ভবিষ্যতে গবেষণা ও বৃত্তি কার্যক্রমে যৌথভাবে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।
সভা শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। সেখানে গবেষণা, উচ্চশিক্ষা ও স্কলারশিপ সংক্রান্ত বিভিন্ন বিষয় উঠে আসে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ