মোঃ আতিক উল্লাহ চৌধুরী চট্টগ্রাম প্রতিনিধি:
ফটিকছড়ি তে বন্যার্তদের পাশে দাড়ালেন ‘মানবিক হাটহাজারী টিম। সাম্প্রতিক বন্যায় ফেনী,নোয়াখালী, কুমিল্লার মতো পানি বন্দী হলেন ফটিকছড়ির হাজারো মানুষ।
ভয়াবহ বন্যার চিএ দেখে বন্যাকবলিত এলাকার মানুষের পাশে দাড়াঁতে এই সংগঠনের সভাপতি আবু সায়েম এর নেতৃত্বে হাজারো পরিবারের পাশে এাণ সামগ্রী নিয়ে ছুটে যান সদস্য রা। তাদের মানবিক কাজে সহায়তা করেছেন এলাকাবাসী, প্রবাসী,ও বন্ধু মহল। সকলের আর্থিক সহযোগিতায় সংগঠনে কর্মকর্তাআবরার মিরাজ, নাবেদ তাবসির,ওবায়দুর রহমান, আল আমিন শয়ন,শহিদুল ইসলাম মিজান, মারুফ খান,আরিফুল ইসলাম সহ সংগঠনের সকল সদস্যরা নিথ্যপ্রয়োজনীয় এান সামগ্রী যেমন চিড়া,মুড়ি,গুড়,বিস্কুট, বিশুদ্ধ পানি,চাল,ডাল,তেল,পিয়াঁজ,খাবার স্যালাইন,জরুরি ঔষধ,গামছা সহ রান্না করা খাবার নিয়ে চট্টগ্রামের ফটিকছড়ি বন্যা কবলিত বিভিন্ন ইউনিয়নে গিয়ে তাদের হাতে ভালোবাসার উপহার হিসেবে এসব এাণ সামগ্রী তুলে দেন।
সংগঠনের সভাপতিঃ আবু সায়েম বলেন বন্যার্ত মানুষদের জন্য ইনশাআল্লাহ যতটুকু সম্ভব কাজ করে যাব ইনশাআল্লাহ।