মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ১০:৪০ অপরাহ্ন

পোরশায় বিএনপি’র সিনিয়র নেতার সাথে সাংবাদিকের মতবিনিময়

পোরশা নওগাঁ প্রতিনিধি
  • প্রকাশের সময় : শনিবার, ৩১ আগস্ট, ২০২৪
  • ১১০ বার পড়া হয়েছে

পোরশা (নওগাঁ) প্রতিনিধি

নওগাঁর পোরশা উপজেলার বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি তৌফিকুর রহমান চৌধুরীর সাংবাদিকদের সাথে পোরশা উপজেলার দলীয় অবস্থা নিয়ে মতবিনিময় করেন।
আজ সকাল দশটায় তৌফিকুর রহমান চৌধুরীর বৈঠকখানায় পোরশা মডেল প্রেসক্লাবের সকল সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন। দীর্ঘ ১৫ বছরের আওয়ামী লীগের শাসনামলে তিনি মিথ্যা হয়রানি মূলক মামলার শিকার। করা হয়েছে বিভিন্নভাবে নির্যাতন। এই ফ্যাসিবাদ আওয়ামী লীগ সরকারের নেতাকর্মীরা আমাদের কে বিভিন্ন হয়রানি মূলক মিথ্যা মামলায় জড়িয়ে ঘরছাড়া করেছিলেন। আমার বাবার মৃত্যুর জানাজায় নামাযে চুরি করে উপস্থিত হইতে হয়েছে। পুলিশের ভয়ে বাড়িতে ঘুমাতে পারিনি। শুধু তাই না নয় উপজেলার সকল বিএনপি নেতা কর্মীরা বাড়ি ঘর পরিবার ছেড়ে পালিয়ে বেড়াতে হয়েছে। তবুও আমরা তাদেরকে ক্ষমা করে দিয়েছি আমরা নির্যাতনের রাজনীতি করি না। সাংবাদিকের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
উপজেলার বিএনপি’র দলীয় কার্যক্রমের এক প্রশ্নের জবাবে তিনি বলেন কেন্দ্র থেকে যে নির্দেশনা আসবে সে মোতাবেক আমরা এ দলটিকে এই উপজেলায় সাজিয়ে তুলব। তাছাড়া আমরা প্রত্যেকটা ইউনিয়নে মিটিং করব সবার মতামত নিব সেভাবে কমিটি তৈরি করব।
মতবিনিময় সভায় মডেল প্রেসক্লাবের সভাপতি আমির উদ্দিন বাবু, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, সাংগঠনিক সম্পাদক নাঈম উদ্দিন, সদস্য ইউসুফ আলী, তোফাজ্জল হোসেন ও আব্দুল মান্নান উপস্থিত ছিলেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ