মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ০৫:৫১ পূর্বাহ্ন

কক্সবাজার জেলা ফুটবল খেলোয়াড় সমিতির কাউন্সিল সম্পন্ন।

মোঃ নুরুন্নবী কক্সবাজার শহর প্রতিনিধি।
  • প্রকাশের সময় : রবিবার, ৩ আগস্ট, ২০২৫
  • ২১০ বার পড়া হয়েছে

মোঃ নুরুন্নবী কক্সবাজার শহর প্রতিনিধি।

কক্সবাজার জেলা ফুটবল খেলোয়াড় সমিতির কাউন্সিল সম্পন্ন। সভাপতি তৌহিদুল আলম সবুজ ও সাধারণ সম্পাদক ইসমাঈল জাহেদ।

জেলার ক্ষুদে খেলোয়াড়দের অধিকার আদায়ের লক্ষ্যে ২০০৮সালে প্রতিষ্ঠিত হয় কক্সবাজার জেলা ফুটবল খেলোয়াড় সমিতি। এরপর থেকে কক্সবাজার জেলার অধিকার বঞ্চিত খেলোয়াড়রা তাদের অধিকার বাস্তবায়নকল্পে সর্বাত্মক চেষ্ঠা চালিয়ে যাচ্ছে এই সমিতি। এরই ধারাবাহিতায় উৎসবমুখর পরিবেশে সংগঠনের কার্যক্রম চালিয়ে যাওয়ার লক্ষ্যে সাধারণ সভা ও কাউন্সিলের মধ্য দিয়ে নতুন কমিটি ঘোষনা করলো কক্সবাজার জেলা ফুটবল খেলোয়াড় সমিতি। যদিও বা গেল ১লা আগস্ট “কক্সবাজার জেলা ফুটবল খেলোয়াড় সমিতি” নামে একটি মহল নবকমিটির আত্মপ্রকাশ করেছে মর্মে একটি কমিটি সোস্যাল মিডিয়ায় তুলে ধরে যা ২০০৮সালের কমিটির সাথে সম্পর্ক নেই বলে উল্লেখ করেন সংগঠনের সাবেক সভাপতি ও বর্তমান কমিটির উপদেষ্টা শামসুল হুদা টাইডেল।

শনিবার (২ আগস্ট) বিকালে কক্সবাজার বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামের অডিটোরিয়ামে এই কাউন্সিল অনুষ্ঠিত হয়। এতে উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও সদ্য সাবেক সভাপতি ইকবাল মোহাম্মদ শামসুল হুদা টাইটেল ও সদ্য সাবেক সাধারণ সম্পাদক অনুপ বড়ুয়া অপু এই কমিটির অনুমোদন দেন। কক্সবাজার জেলা ফুটবল খেলোয়াড় সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য মাসুদ আলমের সঞ্চালনায় কাউন্সিলে অনুমোদিত কমিটিতে জাতীয় দলের খেলোয়াড় তৌহিদুল আলম সবুজ’কে সভাপতি, ইসমাঈল জাহেদ কে সাধারণ সম্পাদক ও ও আয়াছুর রহমান বাদশাকে সাংগঠনিক সম্পাদক মনোনীত করা হয়।

সভায় উপস্থিত প্রতিনিধিদের মতামতের ভিত্তিতে ৫১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। একই সাথে গঠন করা হয় ১৫ সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদ।

নতুন এই নেতৃত্ব ফুটবলের হারানো গৌরব ফিরিয়ে আনার প্রত্যয় ব্যক্ত করেন নির্বাচিত কমিটির সকল সদস্যরা।

কমিটির অন্যান্যরা হলেন, যথাক্রমে সহ-সভাপতি মো.জমির উদ্দিন (চকরিয়া), জাহাঙ্গীর আলম (টেকনাফ), শামসুল আলম রনি (মহেশখালী), মো. সানাউল্লাহ (উখিয়া), মাষ্টার নূর মোহাম্মদ (কুতুবদিয়া), সরওয়ার কামাল (ঈদগাঁও), দীমান বড়ুয়া (রামু), যুগ্ম-সাধারণ সম্পাদক সোহেল রানা (কুতুবদিয়া), মতিউর মুন্না (মহেশখালী), মো. ছৈয়দ আলম (উখিয়া), শেখ আহম্মদ (টেকনাফ), নজরুল ইসলাম বাবু (চকরিয়া), আরিফ উল্লাহ (কক্সবাজার সদর), সহ-সাংগঠনিক সম্পাদক সনজিত বড়ুয়া (উখিয়া), নেজাম উদ্দিন (কুতুবদিয়া), আব্দুল্লাহ আল মামুন, নির্বাহী সদস্য টেকনাফের কায়সার, শাওন, উখিয়ার মো. মিজান, দেলোয়ার, ঈদগাহ’র দিদারুল ইসলাম, মিজান, চকরিয়ার সোহরাব হোসেন, ইউনূস, কুতুবদিয়ার সালামত, সাইমন, মহেশখালীর আরমান রেজা, কক্সবাজার সদরের রিয়াদ, মামুনকে মনোনীত করা হয়।

এসময় উপস্থিত ছিলেন উপদেষ্টা মণ্ডলীর সদস্য অধ্যক্ষ জসিম উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক জেলা ক্রীড়া সংস্থা, এডভোকেট জসিম উদ্দিন সাবেক সাধারণ সম্পাদক জেলা ক্রীড়া সংস্থা, ছিদ্দিক আহমদ সাবেক অধিনায়ক জেলা ফুটবল দল, আবছার উদ্দিন সাবেক সহসভাপতি জেলা ক্রীড়া সংস্থা, ওয়াহিদুজ্জামান, বিজন বড়ুয়া, ফোরকান আলম, জসিম উদ্দিন সিকদার, সওয়ার আজম, হারুনুর রশীদ।

কক্সবাজার জেলা ফুটবল খেলোয়াড় সমিতি ২০০৮ সালে প্রতিষ্ঠিত হয়ে ধারাবাহিকভাবে জেলার ফুটবল উন্নয়নে কাজ করে আসছে বলে জানান সংগঠনটির নেতৃবৃন্দ

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ