
শরণখোলা (বাগেরহাট)প্রতিনিধি :
জীববৈচিত্র্যের অপার সৌন্দর্যের প্রতীক বাংলাদেশের জাতীয় পশু বাঘ তথা রয়েল বেঙ্গল টাইগার। সর্বশেষ ২০২৩-২৪ জরিপ তথ্যানুযায়ী সুন্দরবনের বাংলাদেশ অংশে মোট ১২৫ টি বাঘের সন্ধান পাওয়া গেছে। সে হিসেবে ২০১৮ সালের তুলনায় ২০২৪ সালে সুন্দরবনে বাঘের সংখ্যা ৯.৬৫ শতাংশ এবং ২০১৫ সালের তুলনায় ১৭.৯২ শতাংশ বেড়েছে। বর্তমানে সুন্দরবন প্রতি ১০০ বর্গকিলোমিটারে বাঘের ঘনত্ব ২.৬৪ টি।পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান জানান, ২০২৩-২৪ সালের বাঘ জরিপে ২১ টি শাবকের ছবি পাওয়া গেছে, যেখানে ২০১৮ ও ২০১৫ সাথে মাত্র ৫ টি শাবকের ছবি পাওয়া গিয়েছিল। তবে শাবকের ছবি জরিপের তথ্যে অন্তর্ভুক্ত করা হয় না। কারণ ছোট থেকে পূর্ণবয়স্ক অবধি শাবকের মৃত্যুহার অনেক বেশি থাকে। তিনি আরও জানান, বাঘ সংরক্ষণে সরকার বেশকিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছেন। এরমধ্যে বাঘসহ সুন্দরবনের অন্যান্য বন্যপ্রানীর অবাধ বিচরণ ও প্রজননের উদ্দেশ্যে ৫৩.৫২ শতাংশ এলাকাকে সংরক্ষিত এলাকা ঘোষণা করে সেখান থেকে সব ধরনের বনজ সম্পদ আহরণ নিষিদ্ধ করা হয়েছে।