
মোহাম্মদ নূরনবী কক্সবাজার শহর প্রতিনিধি।
এবং ঝম কালোর আয়োজন এর মধ্য দিয়ে দিয়ে বিবাহিত ও অবিবাহিত প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয় বিবাহিত ও অবিবাহিত নামে দুইটি দলের অংশগ্রহণে এই ম্যাচের মূল লক্ষ্য ছিল কক্সবাজার সদর খুরুশকুলে প্রত্যেকটি ওয়ার্ডের ক্রীড়া মুখি খেলোয়ারদের আসক্ত করা ।
২৫ /০৭/২৫ ইং শুক্রবার বিকাল ৪ টায় খুরুশকুল ইউনিয়ন পরিষদের মাঠে উৎসাহ উদ্দীপনার সাথে উৎসব মুখর পরিবেশে টুর্নামেন্টটি শেষ হয়
২৫জুলাই বিকেল ৪টায় শুরু হওয়া খেলাটি ৫০ মিনিটের নির্ধারিত সময়ে টানটান উত্তেজনা সৃষ্টি করে। এবং দুইদলের কোনটি কমতি ছিল না ।
প্রথমে অবিবাহিত দল’ ১টি গোল করে এগিয়ে গেলেও কিছুক্ষণ পরেই ‘বিবাহিত দল’ পাল্টা ১টি গোল করে সমতা ফেরায়। নির্ধারিত সময়ের পর ট্রাইব্রেকারে ‘ বিবাহিত দল’ এক গোলের ব্যবধানে জয় ছিনিয়ে নেয়।
উক্ত প্রীতি ম্যাচটি উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ফুটবলার কক্সবাজার জেলা কোর্স মাসুদ আলম
সভাপতি করেন মাস্টার আব্দুর রহিম ,সাবেক চেয়ারম্যান খুরুশকুলে ইউনিয়ন পরিষদ
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাসির উদ্দিন
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়বাদী কৃষক দল খুরুশকুল ইউনিয়ন শাখা,
মোহাম্মদ আনোয়ার ।
সঞ্চালনা দায়িত্ব পালন করেন মোঃ মামুন,এরশাদ , কামাল
খেলার শেষে দুই দল মিলে স্বতঃস্ফূর্তভাবে খুরুশকুলে সন্তান সাবেক ফুটবলার কক্সবাজার জেলা কোচ মাসুদ আলম সহ সকলকে একত্র করে ফটো সেশন করে, যা এই টুর্নামেন্টের বিশেষ আকর্ষণ হয়ে ওঠে।
এছাড়াও খুরুশকুলে গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকার নেতৃবৃন্দ উপস্থিত থেকে খেলাটি উপভোগ করেন এবং আয়োজকদের সাধুবাদ জানান।
খেলা শেষে উভয় দলের পক্ষ থেকে ভবিষ্যতে যুবসমাজকে ক্রীড়ার মাধ্যমে একত্রিত করার পরিকল্পনা এবং খুরুশকুলে উন্নয়নে করণীয় বিষয় নিয়ে বক্তব্য দেওয়া হয়।
সংশ্লিষ্টদের মতে, এই প্রীতি ফুটবল ম্যাচ শুধু একটি খেলা নয়, বরং প্রজন্মের মাঝে সৌহার্দ্য, ঐক্য ও বন্ধুত্বের এক অনন্য নিদর্শন হয়ে থাকবে বলে জানান।