মোঃকামরুজ্জামান সম্পদ বগুড়া প্রতিনিধি।
বগুড়ার কাহালুতে এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রক্ষার্থে ভূমি দস্যু, চাঁদাবাজ, মামলাবাজ ও মাদককারবারী আওয়ামী লীগ নেতা আবুল কাশেম মঞ্জু ওরফে (বাটাল) এর বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করা হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে কাহালু উপজেলার বরঙ্গাশনী গ্রামের সচেতন জনসাধারণ ও এলাকাবাসী এই মানববন্ধনের আয়োজন করে।
এতে বক্তব্য রাখেন ওই এলাকার আব্দুল মান্নান, আনোয়ারুল ইসলাম লয়া, শাহিনুর, রনি, হোসেন সরদার, আবুল কাশেম সরদার, সাখাওয়াত হোসেন, সজীব, আব্দুল বাছেদ সরদার, আব্দুল খালেক, আব্দুর রহিম, মজিবর সরদার, রউফ প্রমানিক, রেজাউল, আব্দুল গোফ্ফার, হবিবর সরদার, জবের আলী, অব্দুস সামাদ, মোজাফ্ফর, মিস্টার, আব্দুল বাছেদ মাস্টার প্রমুখ।
এসময় তারা বলেন, আবুল কাশেম মঞ্জু ও তার ছেলে নাজেরুল ইসলাম মুন আওয়ামী লীগের ছত্র ছায়ায় এই এলাকায় দীর্ঘদিন যাবৎ ভূমি দখল, মাদক ব্যবসা, চাঁদাদাবি ও সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে আসছে। এছাড়াও গ্রামের সাধারণ মানুষদের বিরুদ্ধে বিভিন্ন প্রকার মিথ্যা মামলা দিয়ে জিম্মি করে অর্থ গ্রহণ করেছে। তার এসব কর্মকান্ডে গ্রামের শিক্ষিত ও যুব সমাজ ধ্বংসের পথে।
তারা আরো বলেন, এই গ্রামে একটি খাস পুকুর রয়েছে। যার আয়তন ২ একর ৯৯ শতাংশ। এই পুকুরটি গ্রামবাসী দীর্ধদিন যাবৎ বাংলাদেশ সরকারের নিকট থেকে ইজারা গ্রহণের মাধ্যমে ভোগদখল করে আসছে। বিগত ২০১৭ সালের ২২ মে থেকে ইজারা গ্রহণ করে মাছ চাষ করছে গ্রামবাসী। কিন্তু হঠাৎ আওয়ামী লীগ নেতা আবুল কাশেম মঞ্জু ওরফে (বাটাল) ক্ষমতার দাপটে পুুকুরটি মাছসহ জোরপূর্বক দখল করে নেয়। এতে গ্রামবাসীর প্রায় ১২ লাখ টাকা ক্ষতি হয়। পরবর্তীতে আইনগত ব্যবস্থা নিতে গেলে কাশেম দলীয় প্রভাব খাটিয়ে গ্রামের অনেক মানুষকে মারপিট করে গুরুত্বর আহত করেছে। একপার্যায়ে গ্রামবাসী আদালতের আশ্রয় নিতে গেলে ওই নেতা প্রান নাশের হুমিক দেয়।
এলাকাবাসী আব্দুল মান্নান বলেন, আওয়ামী লীগ নেতা আবুল কাশেম মঞ্জু ওরফে (বাটাল) আমার নামে ১৮টি মিথ্যাম মামলা করেছে। এরকম গ্রামের আরো অনেককে নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেছে। গ্রামের নিরীহ মানুষদের উপর অনেক অত্যাচার-নির্যাতন চালিয়েছে। আমরা তার সঠিক বিচার দাবি করছি।