দুর্গাপুর প্রতিনিধি:নাইম হোসেন
রাজশাহীর দুর্গাপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী (দল) বিএনপির আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ৩০ (আগস্ট) বিকেলে উপজেলার পুরান তাহিরপুর ৩ নং ওয়ার্ড বিএনপির আয়োজনে পুরান তাহিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে ইউনিয়ন বিএনপি নেতা আব্দুল মজিদ সভাপতিত্ব করেন। থানা যুবদলের সাবেক সভাপতি রহিদুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওপাড়া ইউপির সাবেক চেয়ারম্যান আজাদ রেজাউল করিম রেজা।
সভায়, ইউনিয়ন বিএনপির সা.সম্পাদক আব্দুল আলী মাষ্টার,নওপাড়া মহাবিদ্যালয়ের সাবেক অধ্যক্ষ বিএনপি নেতা মো. হোসেন আলী শাহ,বিএনপির নেতা নাজিম হাসান, মো. মেহেদী হাসান মিলন,যুবদলের সাবেক সভাপতি রহিদুল ইসলাম,ছাত্রদলের সাবেক সা. সম্পাদক রফিকুল ইসলাম রফিক প্রমুখ বক্তব্য রাখেন।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নওপাড়া মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মো. হোসেন আলী শাহ। দুর্গাপুর থানা যুবদলের সাবেক সভাপতি রহিদুল ইসলাম, নওপাড়া ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি আলহজ্ব প্রভাষক মো.আজিজুর রহমান, থানা ছাত্রদলের সাবেক সভাপতি জয়নাল আবেদিন,নওপাড়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক,জিয়া পরিষদের সাবেক সাধারণ সম্পাদক অধ্যক্ষ শাহ আলম পাটোয়ারী, বিএনপি নেতা মেহেদী হাসান মিলন, ইউপি ছাত্রদলের সভাপতি বাচ্চু রানা,সিনিয়র সহ-সভাপতি সাব্বির হোসেন, রশিদ, গাজী মাজাহারুর ইসলাম, শফিকুল ইসলাম, রেজাউল, সজলসহ ইউনিয়নের সকল ওয়ার্ডের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন ।
অপরদিকে, দুর্গাপুরে দেলুয়াবাড়ি ইউনিয়নের ৬ নং ওয়ার্ড বিএনপির আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩০ আগস্ট) বিকেলে উপজেলার তিওরকুড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন, দেলুয়াবাড়ি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আব্দুস সাত্তার।
মোক্তাদির হোসেন মুন্টুর সঞ্চালনায়, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল রফিক সরকার, বিশেষ অতিথি ছিলেন রাজশাহী জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক সাইদুর মুন্টু, উপজেলার বিএনপির সাবেক সভাপতি আশরাফুল কবির বুলু, উপজেলা যুবদলের আহ্বায়ক চয়েন উদ্দিন, যুবদল নেতা আব্দুল আহাদ মীর। এসময় দুর্গাপুর উপজেলা সদস্য সচিব অধ্যাপক জুবায়েদ হোসেন, বিএনপির সাংগঠনিক সম্পাদক হাতেম আলী মাস্টার, বিএনপি নেতা মমিনুল হক, পৌর বিএনপির সদস্য সচিব রেজাউল করিম স্বপন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জিলহাজ মাহমুদ, সারোয়ার হোসেন ইব্রাহিম, জিয়াউর রহমান, শহিদুল ইসলাম, ছাত্রদল নেতা সোয়াদ আলী জাহিদ হোসেন পাইক প্রমুখ।
পরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের রুহের মাগফেরাত কামনা ও সকল আহতদের সুস্থতা এবং বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা,ভয়াবহ বন্যা থেকে মুক্তির জন্য বিশেষ দোয়া করা হয়।