বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ১২:২৫ পূর্বাহ্ন

সীতাকুণ্ডে যুবদলের উদ্যোগে বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে দোয়া মাহফিল

মো:রমিজ আলী, সীতাকুণ্ড (চট্টগ্রাম)প্রতিনিধি:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫
  • ১১৫ বার পড়া হয়েছে

মো:রমিজ আলী,
সীতাকুণ্ড (চট্টগ্রাম)প্রতিনিধি:

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় নিহতদের রুহের মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনায় সীতাকুণ্ডে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা যুবদলের উদ্যোগে গতকাল বিকেল সাড়ে ৫টায় ফকিরহাট মডেল মসজিদে এই মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলে দোয়া পরিচালনা করেন মুরাদপুর মডেল মসজিদের ইমাম মাওলানা নুরুল বশর।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সদস্য জহুরুল আলম জহুর, উপজেলা যুবদলের সাবেক সভাপতি ফজলুল করিম চৌধুরী, যুবদলের যুগ্ম আহ্বায়ক শাহাবুদ্দিন রাজু, মুরাদপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান হিরো, উত্তর জেলা সযুবদলের সহ-সভাপতি লোকমান হোসেন রকিব, যুবদল নেতা আলিম শরীফসহ যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

মাহফিলে নিহতদের আত্মার শান্তি, আহতদের দ্রুত সুস্থতা এবং শোকসন্তপ্ত পরিবারের জন্য ধৈর্য ও সহনশীলতা কামনা করা হয়।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ