বাবুল রানা মধুপুর টাঙ্গাইল প্রতিনিধি
টাঙ্গাইলের মধুপুরে বংশাই নদীতে গোসল করতে নেমে রোহান আহমেদ (১১) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।
রোহান মধুপুর পৌরসভাধীন কাইতকাই এলাকার রুপালি ট্রেডার্সের মালিক ফারুক আহমেদ এর বড় ছেলে। সে মধুপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর ছাত্র।প্রত্যক্ষদর্শীরা জানায়, শুক্রবার (৩০ আগস্ট) দুপুর ২ টার দিকে কাইতকাইয়ের নিজ বাড়ির পাশ দিয়ে বয়ে যাওয়া বংশাই নদীতে রোহান তার ফুপাত ভাইকে সাথে নিয়ে গোসল করতে নামে। গোসলের এক পর্যায়ে রোহান ও তার ফুপাত ভাই সাতার না জানায় গভীর পানিতে তলিয়ে যায়। এলাকার জৈনিক ব্যক্তি দেখতে পেয়ে দৌড়ে এসে একজনকে উদ্ধার করতে পারলেও রোহানকে খুঁজে পাওয়ানি। পরবর্তীতে এলাকার লোকজন নদীর বিভিন্ন জায়গায় অনেক খোঁজাখুঁজির পর মৃত অবস্থায় তার লাশ উদ্ধার করে। তার এ-ই অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।