1. admin@alorbangladesh.com : Alor Bangladesh : Dainnik alor Bangladesh
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
রবিবার, ০১ ডিসেম্বর ২০২৪, ১১:২৭ অপরাহ্ন
শিরোনাম :
চৌগাছা প্রেসক্লাবের সাধারণ সভায় যশোর জেলা পরিষদের প্রশাসককে ধন্যবাদ জ্ঞাপন সীতাকুণ্ডে ‘ইসকন’ নিষিদ্ধ ও আইনজীবী হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল বাগেরহাটে নিরাপদ সড়ক চাইএর ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৫ বাগেরহাটে বাজারের ব্যাগে রাখা এক নবজাতক উদ্ধার বাগেরহাট পৌরসভার ২২৭ কর্মচারীর ছয় মাস বেতন বন্ধ, সড়ক অবরোধ বিক্ষোভ সীতাকুণ্ডে মাদক বিরোধী জনসচেতনতা মূলক কর্মসূচি অনুষ্ঠিত চৌদ্দগ্রাম পৌরসভা বিএনপির শিক্ষা সামগ্রী বিতরণ বাগেরহাটে বিএনপির সম্প্রীতি সমাবেশ মাংলা বন্দরের ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বসুন্ধরা গ্রুপের টগিশিপিং অ্যান্ড লজিস্টিকস এবং মাল্টি ট্রেডিং লিমিটেডকে সন্মাননা প্রদান

আখের সাথে সাথী ফসল করে ভোলায় লাভবান কৃষক।

সাব্বির আলম বাবু,বিশেষ প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩০ আগস্ট, ২০২৪
  • ৭৫ বার পড়া হয়েছে

সাব্বির আলম বাবু,বিশেষ প্রতিনিধিঃ

আখের বাম্পার ফলন হয়েছে এবার দ্বীপজেলা ভোলায়। আখের সাথে সাথী ফসল হিসেবে আলু করে দ্বিগুন লাভবান কৃষক। বর্তমানে চলছে খেত পাইকারদের কাছে বিক্রি ও কাটার ধুম। ভালো দাম পেয়ে খুশি চাষিরা। আখ চাষে পরিশ্রম বেশি হলেও খুশি আখ চাষিরা।
কৃষি বিভাগের হিসেবে ভোলায় এবার ৫ শত হেক্টর জমিতে আখের চাষ করা হয়েছে। লাভ বেশি হওয়ায় প্রতিনিয়ত কৃষকরা আখ চাষে ঝুকছে। আখের সাথে সাথী ফসল হিসেবে আলু করে দ্বিগুন লাভ গুনছেন আখ চাষিরা। কৃষকদের সহযোগিতা করছেন কৃষি বিভাগ।
বোরহানউদ্দিন উপজেলার কৃষক মোঃ ইছহাক জানান কার্তিক মাসে আলু ও একই জমিতে অগ্রাহায়ন মাসে আখ রোপন করি তিন মাসের মধ্যে আলু উঠে যায় নয় মাসে আখ। আখের সাথে সাথী ফসল হিসেবে আলু রোপন করে। লাভ আসে দ্বীগুন। আখে কস্ট বেশি হলেও লাভ ভালো। আস্তে আস্তে বড় হতে থাকে আখগুলো। খেত থেকেই পাইকাররা আলু ও আখ কিনে নিয়ে যায়। বেচা বিক্রিতে কোনো বেগ পোহাতে হয়না, একই ভাবে কৃষক মোঃ হোসেন মোল্লা, মোঃ রেশাদ আলী রেশু, মোঃ কামাল হোসেন ও মোঃ ফারুখ তাদের লাভের কথা তুলে ধরেন। আখের পাইকাররা আখের খেত কেনা শুরু করেছেন। প্রতি শতাংশ আখের খেত বিক্রি হচ্ছে ৩ হাজার টাকা করে। পাইকার খেতেই নগদ টাকা দিয়ে দেয়। একদিকে একই জমিতে মিলছে আলু সাথে মিলছে আখ সাথী ফসল করায় খরচ কম হচ্ছে চাষিদের। দৌলতখানের আখের বেপারি মোঃ মনির মিয়া জানান, তারা পুরো আখের খেত কেনার পর প্রতিটি আখ কাটার জন্য তিন টাকা করে খরচ দিতে হয় তার পর ভ্যান ও গাড়ি ভারা দিয়ে একেকটি আখ বিক্রি করেন ৬০ থেকে ৭০ টাকা করে আবার ১০/২০ টাকায়ও বিক্রি করতে হয়। তিনি জানান আখের চাহিদা ভালো রয়েছে। আখ মিষ্টি ও নরম। ভোলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ হাসান মোঃ ওয়ারেসুল কবীর জানান, বিভিন্ন ফসলের পাশাপাশি আখও অন্যতম একটি ফসল। কৃষকরা অখের সাথে আন্ত ফসল চাষ করে লাভবান হচ্ছে। কৃষি বিভাগ তাদের সব সময় সহযোগিতা করে আসছে। ভবিষ্যতে আখের আবাদ বাড়লে ভোলার চাহিদা মিটিয়ে জেলার বাইরেও আখ পাঠানো যাবে বলে তিনি আশা প্রকাশ করেন।
সাব্বির আলম বাবু
বিশেষ প্রতিনিধি
০১৭১৬২৯৪৪১০

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD