মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ০৫:৫১ পূর্বাহ্ন

বন্ধুত্বের বন্ধন মজবুত করতে ফকির পাড়ায় ব্যতিক্রমী প্রীতি ফুটবল টুর্নামেন্ট

মোঃ নুরুন্নবী কক্সবাজার শহর প্রতিনিধি
  • প্রকাশের সময় : রবিবার, ১৩ জুলাই, ২০২৫
  • ১২৭ বার পড়া হয়েছে

মোঃ নুরুন্নবী কক্সবাজার শহর প্রতিনিধি

কক্সবাজার সদর উপজেলার খুরুশকুল ইউনিয়নের ফকির পাড়ায় বন্ধু মহলের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে এক ব্যতিক্রমধর্মী প্রীতি ফুটবল টুর্নামেন্ট। ‘A প্রতীক’ ও ‘B প্রতীক’ নামে দুইটি দলের অংশগ্রহণে এই ম্যাচের মূল লক্ষ্য ছিল এক বছর আগের স্মৃতিচারণ ও বন্ধুত্বের বন্ধনকে আরও মজবুত করা।

রবিবার ১৩জুলাই বিকেল ৪টায় শুরু হওয়া খেলাটি ৪০ মিনিটের নির্ধারিত সময়ে টানটান উত্তেজনা সৃষ্টি করে। প্রথমে ‘A দল’ ১টি গোল করে এগিয়ে গেলেও কিছুক্ষণ পরেই ‘B দল’ পাল্টা ১টি গোল করে সমতা ফেরায়। নির্ধারিত সময়ের পর ট্রাইব্রেকারে ‘B দল’ এক গোলের ব্যবধানে জয় ছিনিয়ে নেয়।

খেলার শেষে দুই দল মিলে সাঁতারের প্রতিযোগিতা আয়োজন করে, যা এই টুর্নামেন্টের বিশেষ আকর্ষণ হয়ে ওঠে।

প্রীতি ম্যাচের প্রথম অংশের রেফারির দায়িত্ব পালন করেন সওদাগর এবং দ্বিতীয় অংশে ফরিদ উদ্দিন লিটন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার সদর উপজেলা বিএনপির আহ্বায়ক সুবেদার মেজর আব্দুল মাবুদ এবং আহ্বায়ক সদস্য মোঃ নুরুল আমিন।
এবং আরো উপস্থিত ছিল ফরিদ উদ্দিন লিটন
এবং ফকির পাড়ার সমাস কমিটির সদস্য পাপ্পু

এছাড়াও ফকির পাড়ার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকার নেতৃবৃন্দ উপস্থিত থেকে খেলাটি উপভোগ করেন এবং আয়োজকদের সাধুবাদ জানান।

খেলা শেষে উভয় দলের পক্ষ থেকে ভবিষ্যতে যুবসমাজকে ক্রীড়ার মাধ্যমে একত্রিত করার পরিকল্পনা এবং মহল্লার উন্নয়নে করণীয় বিষয় নিয়ে বক্তব্য দেওয়া হয়।

সংশ্লিষ্টদের মতে, এই প্রীতি ফুটবল ম্যাচ শুধু একটি খেলা নয়, বরং প্রজন্মের মাঝে সৌহার্দ্য, ঐক্য ও বন্ধুত্বের এক অনন্য নিদর্শন হয়ে থাকবে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ