
মো:রমিজ আলী,
সীতাকুণ্ড(চট্টগ্রাম) প্রতিনিধি:
চট্টগ্রামের সীতাকুণ্ডে গতকাল রাত আনুমানিক ১২টা ৪৫ মিনিটে “কুমিরা টেম্পু স্ট্যান্ড” নামক একটি সামাজিক ভুয়া ফেসবুক আইডি থেকে ইলিয়াস পেট্রোল পাম্পের পূর্ব পাশে মোহাম্মদীয়া সুপার সপে সার বিক্রি হচ্ছে—এমন একটি গুজব, ও বিভ্রান্তিকর পোস্ট ছড়ানো হয়। বাস্তবে এটি সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার।
মূল ঘটনা হলো, অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে উপজেলা কৃষি অফিস থেকে পাওয়া সার আবুল ইসলাম ও বিমল দে নামক দুই কৃষক সাময়িকভাবে উক্ত দোকানে রেখে দেন। এটি ছিল শুধু বৃষ্টির কারণে সাময়িক আশ্রয়ের ব্যবস্থা, কোনো বিক্রির উদ্দেশ্যে নয়।
এই অপপ্রচারমূলক পোস্টে বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ—যথাক্রমে কুমিরা ইউনিয়ন ছাত্র দলের সাবেক সভাপতি ও ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক কামরুল, ওয়ার্ড বিএনপি নেতা জাহাঙ্গীর আলম এবং কৃষকদল নেতা মো: সোহাগ—এর নাম উদ্দেশ্যমূলকভাবে জড়িয়ে দেওয়া হয়েছে। আমরা স্পষ্টভাবে জানাচ্ছি, উক্ত ঘটনাটির সঙ্গে আমরা কোনোভাবেই জড়িত নয় এবং এ ধরনের অপপ্রচারের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই।
আমরা আশা করি, সংশ্লিষ্টরা বিভ্রান্তিকর তথ্য ছড়ানো থেকে বিরত থাকবেন এবং সাধারণ জনগণও যাচাই-বাছাই না করে গুজবে কোনো ধরনের কান দেবেন না।
এই ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ,উক্ত ওয়ার্ডের ওয়ার্ড বিএনপির সভাপতি ও সাবেক মেম্বার আব্দুল্লাহ আল মামুন , উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক মোঃ বেলাল উদ্দিন ও উক্ত ওয়ার্ডের বিএনপি’র সাধারণ সম্পাদক ইফতেখার আহমেদ বাবু ।
উক্ত ফেইক আইডির সংবাদটা সম্পূর্ণ মিথ্যা বানোয়াট এবং উদ্দেশ্য প্রণোদিত ভিত্তিহীন বলেন। মিথ্যা,ভিত্তিহীন এই সংবাদ প্রচারের জন্য ফেইক আইডি বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে জানান।