
দিরাই স্টাফ রিপোর্টা :গোলাম জিলানী
সুনামগঞ্জের দিরাইয়ে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকাল ৫ টায় দিরাই মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা সিলেট সিটির সাবেক মেয়র জননেতা আরিফুল হক চৌধুরী।
শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্যোক্তা ও পৃষ্ঠপোষক দিরাই শাল্লা বিএনপির মনোনয়ন প্রত্যাশী এডভোকেট তাহির রায়হান চৌধুরী পাবেলের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আহবায়ক কমিটির সদস্য এডভোকেট নুরুল ইসলাম, জেলা বিএনপির সাবেক সহ সভাপতি আব্দুল লতিফ জেপি, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এডভোকেট মাসুক আলম। উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক আমীর হোসেন, পৌর বিএনপির আহ্বায়ক মিজানুর রহমান, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল কাইয়ুম, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক লিপন হাসানের পরিচালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সুমন মিয়া, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক জুয়েল তালুকদার, পৌর যুবদলের আহ্বায়ক মহি উদ্দিন মিলাদ সহ বিভিন্ন অঙ্গসংঘঠনের নেতৃবৃন্দ। দীর্ঘ ২ মাস ব্যাপী ৩২ টি দলের অংশগ্রহণে এ ফুটবল টুর্নামেন্টের আজকের ফাইনাল খেলা ভরারগাও প্রবাসী ফুটবল টিম বনাম রাজাপুর ফুটবল টিম মুখোমুখি হয়। খেলায় ভরারগাও ২- ০ গোলে রাজাপুর ফুটবল টিম কে পরাজিত করে চ্যম্পিয়ন হয়।
ফাইনাল খেলা দেখতে উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে দুপুর থেকে হাজার হাজার দর্শক স্টেডিয়ামে জড়ো হন। কানায় কানায় পরিপূর্ণ দর্শক স্টেডিয়ামে এ খেলা উপভোগ করেন। প্রধান অতিথি হিসেবে বক্তব্যে বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা সিলেট সিটির সাবেক মেয়র জননেতা আরিফুল হক চৌধুরী বলেন এই প্রথম দিরাইয়ে এত বড় জনসমাবেশে আমি উপস্থিত হতে পেরে আমি সত্যি ই আনন্দিত।
আমি আপনাদের কাছে ঋনী আমার নির্বাচনে দিরাই শাল্লার মানুষ আমাকে সিলেট সিটি নির্বাচনে বারবার নির্বাচিত করার জন্য যেভাবে প্ররিশ্রম করেছেন ভোট দিয়েছেন তার প্রতিদান ও কৃতজ্ঞতা জানানোর সুযোগ পাইনি আজ আপনাদের সামনে পেয়ে কৃতজ্ঞতা জানাচ্ছি।
বিগত আওয়ামী সরকারের আমলে দিরাইয়ে একটি মিথ্যা মামলা দিয়ে আমাকে দীর্ঘদিন কারাগারে রেখেছিল। আমি নাকি সুরঞ্জিত সেনগুপ্তের ওপর গ্রেনেড হামলা করেছি। এই মিথ্যাবাদীরা আজ দেশ থেকে পালিয়ে গেছে, আমরা আপনারা শত শত মামলা হামলা মোকাবিলা করে আজ স্বাধীনভাবে দেশেই আছি। তিনি আরও বলেন আমাদের এলাকার সিংহ পুরুষ বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক এমপি জননেতা নাছির চৌধুরী এখন অসুস্থ চিকিৎসাধীন অবস্থায় ঢাকার একটি হাসপাতালে ভর্তি আছেন আপনারা উনার জন্য দোয়া করবেন উনি যেন সুস্থ হয়ে আপনাদের মাঝে ফিরে আসেন।
জনাব আরিফুল হক চৌধুরী আরো বলেন শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের আয়োজক দিরাই শাল্লা আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী এডভোকেট তাহির রায়হান চৌধুরী পাবেল যে এই বিশাল আয়োজন করেছেন তা সত্যই প্রশংসার দাবি রাখে। তাকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। এভাবে খেলাধূলা আয়োজনে মানুষের মধ্যে ভাতৃত্ববোধের সৃষ্টি হয়। গ্রামের মানুষ আনন্দ পায়।
খারাপ কাজ থেকে দুরে থাকে। শহীদ জিয়ার আদর্শের সৈনিক হিসেবে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আগামী নির্বাচনে যিনি ই ধানের শীষ প্রতিক পাবেন তাকেঁ ই জয়ী করে দেশনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হবে। শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের আয়োজক এডভোকেট তাহির রায়হান চৌধুরী পাবেল বলেন দীর্ঘ দুই মাস যাবত ৩২ টি দলের অংশগ্রহণে অনুষ্ঠিতব্য এই টুর্নামেন্ট পরিচালনায় করতে যারা নিরলসভাবে পরিশ্রম করেছেন তাঁদের কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। বিশেষ করে আমাদের দলের এবং দিরাইয়ের দর্শকদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারা সুন্দর ও সুশৃঙ্খলভাবে এই বিশাল টুর্নামেন্টকে সফলভাবে সম্পন্ন করেছেন তা আপনাদের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারা আমার জন্য ও আমার মরহুম পিতা আব্দু শহীদ চৌধুরীর জন্য দোয়া করবেন। ইনশাআল্লাহ আমি আপনাদের পাশে থেকে আগামীতে ও এধরনের খেলা আয়োজন করা হবে।