
জামালপুর স্টাফ রিপোর্টার,লিটন রাজ,
ফ্যাসিষ্ট আ’ লীগ বিতাড়িত হলেও থেমে নেই কুকর্ম। জামালপুরের মেলান্দহ উপজেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের নেতা শিপনের পারিবারিক হীনস্বার্থ চরিতার্থ করার ঘৃণ্য প্রয়াস থেকে রেহাই পায়নি সাংবাদিক নেতা। স্ত্রীকে ব্যবহার করে সাংবাদিক নেতা জামালপুর প্রেসক্লাবের সভাপতি ও চ্যানেল আই’র জামালপুর প্রতিনিধি, হাফিজ রায়হান সাদাকে মিথ্যা মামলায় আসামি করেছে। আবার সাংবাদিক সম্মেলন করে তা জাহির করার দু: সাহস দেখিয়েছেন এই ফ্যাসিষ্ট গোষ্ঠী।
এঘটনার প্রতি নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অনতিবিলম্বে মামলা প্রত্যাহারের দাবিজানিয়েছেন জামালপুরের কর্মরত সাংবাদিকরা।
আজ ( বৃহস্পতিবার) রাতে জামালপুর প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে উপস্থিত সাংবাদিকরা এমন দাবি জানিয়েছেন।
সমাবেশে সভাপতিত্ব করেন, জামালপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক. এটিএন নিউজ এর জামালপুর প্রতিনিধি লুৎফর রহমান।
এসময় বক্তব্য রাখেন, জামালপুর প্রেসক্লাবের জ্যেষ্ঠ সাংবাদিক, দৈনিক সচতন কণ্ঠ পত্রিকার সম্পাদক. বজলুর রহমান, বাংলাভিশন চ্যানেলের জামালপুর জেলা প্রতিনিধি, জাহিদ হাবিব, বাংলার চিঠি ডটকম এর নির্বাহী সম্পাদক. মোস্তফা মঞ্জু, মানব কণ্ঠের কাফি পারভেজ, কোষাধ্যক্ষ. আনোয়ার হোসেন, মাছরাঙার প্রতিনিধি. মাহফুজুর রহমানসহ সিনিয়র সাংবাদিক নেতৃবৃন্দ। বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদিন আকন্দ ও সাধারণ সম্পাদক মীর জাহাঙ্গীর।
বক্তারা, সেচ্ছাসেবক লীগ নেতা শিপনের এ ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহার না করলে সারাদেশ ব্যাপী বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে জানিয়েছেন।