
আবুল কাশেম, ষ্টাপ রিপোর্টার সাতকানিয়া:
দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়ার উপশহর কেরানীহাট প্রবেশ মুখে মহা সড়কে বড় ধরনের গর্ত হয়ে যামবাহন ও সাধারণ জনগন চলাচলে চরম দুর্ভোগের শিকার হচ্ছে প্রতিনিয়ত। সরেজমিনে দেখা যায় উপজেলার কেরানীহাট নান্দনিক গোল চত্তরের পাশে সড়কের এমন দৃশ্য চোখে পড়ে। চট্টগ্রাম কক্সবাজার বান্দরবান মহা সড়কের কেরানীহাট প্রবেশ মুখে এমন অবস্থা মোটেও কাম্য নয় বলে জানান স্থানীয়রা। স্থানীয়রা বলেন এলো মেলোভাবে অটো সিএনজি এবং যত্রতত্র গাড়ী পার্কিং অন্যদিকে সড়কে বড় গর্ত যার কারনে প্রায়সময় যানজট লেগেই থাকে। এবিষয়ে সড়ক বিভাগের উর্ধতন কতৃপক্ষের নজরদারী জরুরী বলে মনে করেন সচেতন মহল। অন্যথায় যানবাহন চলাচলে যে কোন সময় দুর্ঘটনা হওয়ার আশংকা রয়েছে। যত্রতত্র গাড়ী পার্কিং এর পাশাপাশি কেরানীহাট গোল চত্তরে সড়ক দখল করে ব্যবসা করে আসছে বিভিন্ন হকার ব্যবসায়ীরা। একদিকে হকার ব্যবসায়ী অন্যদিকে সড়কের নাজুক অবস্থা উভয়মিলে যানজটের কারনে অতিষ্ট হয়ে পরেছে পথচারীরা। সুত্রমতে জানা যায় উপজেলা প্রশাসনের উদ্যেগে এবিষয়ে অভিযান চালালেও কানপোষ করেনা অটো সিএনজি ড্রাইভার ও হকার ব্যবসায়ীরা।