মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ০৫:১২ অপরাহ্ন

কুমিল্লা মুরাদনগরে ট্রিপল মার্ডারে ৩৮জন কে আসামি করে মামলা দায়ের “

মিজানুর রহমান স্টাফ রিপোর্টার "
  • প্রকাশের সময় : শনিবার, ৫ জুলাই, ২০২৫
  • ৫৬ বার পড়া হয়েছে

মিজানুর রহমান স্টাফ রিপোর্টার ”

কুমিল্লার মুরাদনগরের বাঙ্গরা বাজার থানা এলাকার কড়ইবাড়িতে মা, ছেলে ও মেয়েসহ তিনজনকে প্রকাশ্যে পিটিয়ে ও কুপিয়ে হত্যার ঘটনায় মামলা হয়েছে।
শনিবার সকালে বাঙ্গরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, শুক্রবার (৪ জুলাই) দিবাগত রাতে নিহত রোকসানা আক্তার রুবির বড় মেয়ে রিক্তা আক্তার বাদী হয়ে ৩৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ২৫ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। এ ঘটনায় শুক্রবার রাতে দুই জনকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারে যৌথবাহিনীর অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতার হলেন- কড়ইবাড়ি গ্রামের বাসিন্দা মো. সবির আহমেদ (৪৮) ও মো. নাজিমউদ্দীন বাবুল (৫৬)।

এদিকে শুক্রবার রাত সাড়ে ৮টার পর পুলিশি পাহারায় নিহতদের বাড়ির পশ্চিম পাশে কড়ইবাড়ি কবরস্থানে তিনজনের লাশ দাফন করা হয়। গ্রেফতার আতঙ্কে এলাকা পুরুষ শূন্য হয়ে পড়ায় আত্মীয়-স্বজন ও স্থানীয় কয়েকজন ছাড়া জানাজায় এলাকাবাসী কেউ অংশগ্রহণ করেনি।

এদিকে ঘটনার পর স্থানীয় ইউপি চেয়ারম্যান শিমুল বিল্লাহ, ইউপি মেম্বার বাচ্চু মিয়া ও হামলার ঘটনার নেতৃত্বে থাকা বাছির মিয়া আত্মগোপনে রয়েছেন।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে মুরাদনগরের কড়ইবাড়ি গ্রামে এলাকাবাসী একটি মোবাইল ফোন চুরি ও মাদক ব্যবসার অভিযোগ তুলে একই পরিবারের তিনজনকে পিটিয়ে হত্যা করে। নিহতদের মধ্যে রয়েছেন কড়ইবাড়ি গ্রামের খলিলুর রহমানের জুয়েলের স্ত্রী রোকসানা আক্তার রুবি (৫৮), তার ছেলে রাসেল মিয়া (৩৫) এবং মেয়ে জোনাকি আক্তার (৩২)। ওই সময় হামলায় আহত হন রুবির আরেক মেয়ে রুমা আক্তার (২৫)। তিনি বর্তমানে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ