মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ০৪:৪১ অপরাহ্ন

সাতকানিয়ায় একটি সেতুর কারনে হাজারো কৃষকের কষ্ট।

আবুল কাশেম, ষ্টাপ রিপোর্টার সাতকানিয়া:
  • প্রকাশের সময় : শনিবার, ৫ জুলাই, ২০২৫
  • ৫৮ বার পড়া হয়েছে

আবুল কাশেম, ষ্টাপ রিপোর্টার সাতকানিয়া:

চট্টগ্রামের সাতকানিয়ায় একটি সেতুর কারনে কষ্ট পাচ্ছে স্থানীয় হাজারো কৃষকেরা। সরেজমিনে দেখা যায় সাতকানিয়া উপজেলার কেঁওচিয়া ইউনিয়নের ১ও ২নং ওয়ার্ডের মধ্যবত্তি পাহাড় ঘেষে বয়ে যাওয়া গড়লা খালের দৃশ্য। স্থানীয়রা বলেন একটি সেতুর কারনে বছরের পর বছর খালের পানি ডিঙ্গিয়ে সাতার কেটে ওপারে গিয়ে ধান চাষ সহ বিভিন্ন সবজি কেত করে আসছে এলাকার কৃষকেরা। শুস্কমৌসুমে গড়লা খালের পানি কম থাকায় যাতায়াতের তেমন অসুবিধা হয়না, তবে বর্ষা মৌসুমে খালের পানি বেড়ে যাওয়ায় যাতায়াত ও মালামাল বহন করে পার হতে ঝুকি হয়। কেঁওচিয়া ইউনিয়নের ১/২ নং ওয়ার্ডের প্রায় কৃষেকর জমি খালের ওপারে। তাই ওপারে গিয়ে চাষাবাদ করা ভিষন কষ্টকর হয়ে দাড়িয়েছে। স্থানীয় কৃষক মো: রুবেল, ছালেহ আহামদ, আয়ুব আলী, সনজিদ চৌধুরী, বিমল দাস, মো: ফারুক, ত্রিদীপ দাস সহ অনেকেই বলেন এই গড়লা খালের উপর একটি সেতু সরকারী আর্থিক সহযোগিতায় নির্মানের জন্য স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে অনেকবার প্রস্তাব রাখলেও এখনো কেউ এগিয়ে আসেনি। তারা আরো বলেন প্রতিমৌসুমে সাতকানিয়া উপজেলা কৃষি কর্মকর্তাগন কেঁওচিয়া ইউনিয়নে পরিদর্শনে আসেন তারাও নিজ চোখে দেখেন কৃষকেরা কত কষ্ট করে আসছে, তাদেরকেও অনেকবার বলেছি উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে সরকারীভাবে একটি সেতু নির্মান করে দেওয়ার জন্য, পরে তারাও আর কোন খবর রাখেনা। কৃষকেরা বলেন সরকারী কোন অনুদান ছাড়া সেতুটি নির্মান করা সাধারন কৃষকের পক্ষে সম্ভব। তাই স্থানীয় জনপ্রতিনিধি উপজেলা কৃষি কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসারের দৃষ্টিরত: সরেজমিনে পরিদর্শনপূর্বক গড়লা খালে একটি সেতু নির্মানে সার্বিক সহযোগিতায় এগিয়ে আসলে হাজারো কৃষকের স্বপ্ন পূরন হবে বলেন কৃষকেরা।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ