মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ০৪:৫৪ অপরাহ্ন

সুনামগঞ্জের দিরাই ফিমেইল একাডেমির মতবিনিময় সভায় কারিগরি শিক্ষা বোর্ডের মাননীয় সচিব প্রতিযোগিতার বিশ্বে টিকতে কারিগরি শিক্ষায় নিজেদের তৈরি করতে হবে—- ড খ ম কবিরুল ইসলাম

দিরাই প্রতিনিধি গোলাম জিলানীঃ
  • প্রকাশের সময় : শনিবার, ৫ জুলাই, ২০২৫
  • ৫৯ বার পড়া হয়েছে

দিরাই প্রতিনিধি গোলাম জিলানীঃ

বাংলাদেশ কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের মাননীয় সচিব ড খ ম কবিরুল ইসলাম বলেন বর্তমান সাধারণ শিক্ষা প্রতিষ্টান না করে দক্ষ জনগোষ্ঠী গড়ে তুলতে প্রতিটি এলাকায় সরকারি বেসরকারি উদ্যোগে কারিগরি শিক্ষা প্রতিষ্টান গড়ে তুলতে হবে।

বর্তমান যুগ কারিগরি ও কর্মুমুখী শিক্ষার যুগ। বিএ, এমএ পাশ করে আজ চাকুরির বাজারে টিকতে পারছে না, ফলে দেশে দিনে দিনে বেকারত্ব বাড়ছে। কিন্তু যারা কারিগরি ও কর্মমূখী শিক্ষায় নিজেদের তৈরি করেছেন তাঁরা আজ দেশে বিদেশে প্রতিষ্টিত।

প্রতিযোগিতার বিশ্বে নিজেদের টিকে থাকতে হলে আমাদের কারিগরি ও কর্মমূখী শিক্ষায় শিক্ষিত হতে হবে। আমরা আমাদের ছেলে মেয়েদের কে সঠিক গাইড লাইন দিতে পারছিনা, সবাই শুধু সাধারণ শিক্ষায় কলেজ বিশ্ব বিদ্যালয়ে ভর্তির পিছনে ছোটাছুটি করছি। বর্তমান যে শিক্ষা ব্যবস্থা তা আমাদের ছেলে মেয়েদেরকে কি প্রতিযোগিতার বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে টিকে থাকতে পারছে? তিনি আরও বলেন আমাদের বর্তমান ও আগামী প্রজন্মের জন্য গদবাধা শিক্ষায় শিক্ষিত না করে তাদের জন্য বেশী করে কর্মমূখী ও কারিগরি শিক্ষা প্রতিষ্টান গড়ে তুলতে হবে।

তিনি দিরাইয়ের বাংলাদেশ ফিমেইল একাডেমির প্রতিষ্ঠাতা ও পরিচালক জামিল চৌধুরীর প্রশংসা করে বলেন দুর থেকে যতটুকু শুনেছি আজ কাছ থেকে দেখলাম আপনার হাতে গড়া এই প্রতিষ্টানটি সুবিধাবঞ্চিত নারীদের ফুলের বাগান। আর এই বাগান দেখতে আমার পরিবারের সবাইকে নিয়ে এসে সত্যি ই খুব ভাল লাগছে। এই রকম ত্যাগ, পরিশ্রম কয় জন করে? বাংলাদেশের সুবিধাবঞ্চিত এতিম বাচ্চাদের জন্য আপনি যা করে যাচ্ছেন তা ইতিহাসের পাতায় লেখা থাকবে। আমি বাংলাদেশ সরকারের একজন কর্মকর্তা হিসেবে এই প্রতিষ্ঠানটির পাশে থেকে এগিয়ে নিতে চাই।

এখানে একটি কারিগরি স্কুল অফ কলেজ নির্মাণে সব ধরনের সহযোগিতা করে যাব। এতে এই এতিম সুবিধাবঞ্চিত মেয়েরাই একদিন কারিগরি ও কর্মমূখী শিক্ষায় শিক্ষিত হয়ে নিজেদের তৈরি করতে পারবে ইনশাআল্লাহ। শুক্রবার সকাল ১১ টায় দিরাই উপজেলার বাংলাদেশ ফিমেইল একাডেমির প্রতিষ্ঠাতা ও পরিচালক জামিল চৌধুরীর সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ কল্যাণ বিভাগের অধ্যাপক ড রবিউল ইসলাম, সুনামগঞ্জ জেলা অতিরিক্ত জেলা প্রশাসক তাপস শীল, কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রকৌশলী রুহুল আমিন, ঢাকা জেলা সমাজ সেবা কর্মকর্তা তাসলিমা খাতুন, শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের সহধর্মিনী সৈয়দা সুলতানা বুলবুল,সুনামগঞ্জের সহকারী প্রকৌশলী শিক্ষা মোঃ কামরুজ্জামান, দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা সনজীব সরকার, উপজেলা প্রকৌশলী ইফতেখার হোসেন প্রমুখ।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ