জাবি প্রতিনিধি: আসিফ সরকার
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিক্স বিভাগের ৫২তম ব্যাচের শিক্ষার্থী মোঃ আবিদুর রহমান ব্যতিক্রমী এক উদ্যোগ নিয়ে আলোচনায় এসেছেন। নিজ জেলার ঐতিহ্যবাহী জিআই পণ্য ‘হাড়িভাঙ্গা’ আমের ব্যবসা করে তিনি শুধু নিজের খরচই চালাচ্ছেন না, বরং অন্য শিক্ষার্থীদের জন্যও স্বাবলম্বী হওয়ার পথ খুঁজে দিচ্ছেন।
আবিদুর রহমান বলেন, “আমি রংপুরের জিআই পণ্য ‘হাড়িভাঙ্গা’ আমের বিজনেস করছি। অনেকেই লজ্জা করে, কেউ কেউ তো লজ্জা দেয়। কিন্তু আমি বিশ্বাস করি, কাজ কখনোই ছোট হতে পারে না।”
তিনি আরও বলেন, “আমাদের অধিকাংশ স্টুডেন্ট মধ্যবিত্ত বা নিম্নমধ্যবিত্ত পরিবারের সন্তান। আমি অনেক কাছ থেকে দেখেছি—টিউশন ছাড়া অনেকেই চলতে পারে না, আবার টিউশন অপ্রতুলতার কারণে দুই/আড়াই হাজার টাকায় মাস পার করতে হয়। এই বাস্তবতা আমাকে ভাবায়।”
নিজ অভিজ্ঞতা থেকেই তিনি ভাবছেন, প্রশাসনের সহযোগিতায় ক্যাম্পাসে শিক্ষার্থীদের জন্য পার্ট-টাইম বিজনেসের সুযোগ তৈরি করা যায় কি না। তার ভাষায়, “সব ঠিক থাকলে প্রশাসনের সাথে কথা বলে ক্যাম্পাসে স্টুডেন্টের পার্ট টাইম বিজনেসের সুযোগ সৃষ্টি করা যায় কিনা তা নিয়ে ভাবছি। যদি হয়, প্রতিবছর অন্তত দশজন স্টুডেন্টকে সাবলম্বী করতে সুদমুক্ত ক্ষুদ্র ঋণদানের ব্যাবস্থা করব ইনশাআল্লাহ।”
মোঃ আবিদুর রহমান বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।
তাঁর এই উদ্যোগ সামাজিক যোগাযোগমাধ্যমে ইতিমধ্যেই প্রশংসিত হয়েছে। শিক্ষার্থীদের জন্য ইতিবাচক বার্তা এবং সম্ভাবনার দ্বার উন্মোচন করে দিচ্ছে এই বাস্তবমুখী চিন্তা।