মোঃ আতিক উল্লাহ চৌধুরী চট্টগ্রাম
চট্টগ্রামের হাটহাজারীর মেখলের কৃতি সন্তান শাহজাদা ছৈয়দ সাজ্জাদ হোসাইন এর উদ্যোগে ২২০ পারিবারে মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে।
বন্যায় প্লাবিত হয়ে চরম বিপর্যয়ে পড়েছে চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলার মেখল ইউনিয়ন এর হাজারো বাসিন্দা।বিপন্ন মানুষের সাহায্যার্থে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন মানবতা প্রেমিক শাহজাদা ছৈয়দ সাজ্জাদ হোসাইন।
তিনি বলেন : মানবতার চেয়ে বড় ধর্মের নাম আমার জানা নেই।কেন না ধর্মের মূল বিষয়টা এখানেই শুরু।
তাই অসহায় মানুষের পাশে তেকে নিজে কে আনন্দিত লাগতেছে।সব সময় অসহায় মানুষের পাশে ছিলম,এখনো আছি,ইনশাআল্লাহ ভবিষ্যতেও থাকবো।
মেখল আমার বাড়ি,মেখলের মানুষ আমার পরিবার