মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ০৬:১৯ অপরাহ্ন

২০২৪-২৫ অর্থবছরের কৃষি পুনর্বাসন কর্মসূচির আওতায় ক্ষতিকর প্রজাতির গাছ আকাশমনি ও ইউক্যালিপটাস ধ্বংসে অভিযান চালিয়েছে বোচাগঞ্জ উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগ।

বোচাগঞ্জ দিনাজপুর প্রতিনিধি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫
  • ৮৮ বার পড়া হয়েছে

বোচাগঞ্জ দিনাজপুর প্রতিনিধি

মঙ্গলবার (১ জুলাই) দুপুর ১২টা ৩০ মিনিটে বোচাগঞ্জ উপজেলার সেতাবগঞ্জ পৌরসভার স্বপ্না নার্সারি ও বোচাগঞ্জ নার্সারিতে এ অভিযান পরিচালিত হয়।

অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাইফুল হুদা। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা নয়ন কুমার সাহা।

নয়ন কুমার সাহা জানান, “উপজেলায় বর্তমানে ৩৩টি নার্সারি রয়েছে, যার মধ্যে ২২টি নার্সারি নিবন্ধিত। নিবন্ধিত নার্সারিগুলোকে গাছ প্রতিপিস ৪ টাকা হারে প্রণোদনা দেওয়া হবে।”

সহকারী কমিশনার (ভূমি) সাইফুল হুদা জানান, “খোলা বাজারে ইউক্যালিপটাস ও আকাশমনি গাছ বিক্রি করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের এ বিষয়ে সতর্ক থাকতে বলা হয়েছে। নিবন্ধনবিহীন নার্সারিদের কোনোভাবে প্রণোদনা দেওয়া হবে না এবং তাদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

তিনি আরও বলেন, “ক্ষতিকর উদ্ভিদ অপসারণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ