মো:নুরুল ইসলাম সুজন মালয়েশিয়া।
মালয়েশিয়ায় ৩৬ বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে। উগ্রবাদী মতাদর্শ এবং সন্ত্রাসবাদে সম্পৃক্ত একটি চরমপন্থি গোষ্ঠীর সঙ্গে সরাসরি জড়িত থাকার অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়।
শুক্রবার (২৭ জুন) মালয় মেইলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এক বিবৃতিতে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি সাইফুদ্দিন নাসিউশন ইসমাইল এ তথ্য নিশ্চিত করেছেন।
মালয়েশিয়ার পুলিশ (PDRM) এক নিরাপত্তা অভিযানে ৩৬ জন বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে, যারা “চরমপন্থী উগ্র মতবাদ” ও “সন্ত্রাসবাদী আদর্শ”–এর সঙ্গে যুক্ত একটি চরমপন্থী সামরিক আন্দোলনে সরাসরি জড়িত ছিল।
অভিযান শুরু হয় শুরু: ২৪ এপ্রিল ২০২৫ সেলাঙ্গর ও জহর রাজ্যের তিনটি ধাপে অভিযান হয়।গ্রেপ্তারকৃত বাংলাদেশি: ৩৬ জন
এর মধ্যে:৫ জনকে মালয়েশিয়ার দণ্ডবিধির অধীনে মামলা দিয়ে শাহ আলম ও জহর বাহরুর আদালতে অভিযোগ গঠন করা হয়েছে। ১৫ জনকে দেশ থেকে বহিষ্কারের নির্দেশ দেওয়া হয়েছে। ১৬ জন এখনও তদন্তাধীন।
তদন্তে পাওয়া গেছে যে এই চক্রটি Islamic State (IS) মতবাদ প্রচার করে এবং মালয়েশিয়ায় নিজেদের কমিউনিটির মধ্যে একটি নিয়োগ কেন্দ্র (recruitment cell) গঠন করেছিল।
তাদের উদ্দেশ্য ছিল:1. চরমপন্থী মতবাদ ছড়িয়ে দেওয়া। 2. সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য অর্থ সংগ্রহ করা।3. নিজ নিজ দেশের সরকার পতনের চেষ্টা করা।
মালয়েশিয়ার সরকার বলেন কোনো উগ্র চরমপন্থী গোষ্ঠী বা বিদেশি ষড়যন্ত্রের স্থান Malaysia হবে না। Kerajaan Madani কঠোরভাবে এসব অনুপ্রবেশ ও বিপদ মোকাবিলা করছে।নিরাপত্তা বাহিনীর দক্ষতা এবং দ্রুত পদক্ষেপের জন্য সাধুবাদ জানানো হয়েছে।
মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রীর বার্তা হচ্ছে KDN (Kementerian Dalam Negeri) গোয়েন্দা ও নজরদারি জোরদার করছে।মালয়েশিয়াকে নিরাপদ, স্থিতিশীল ও সন্ত্রাসমুক্ত রাখার জন্য দেশ-বিদেশের নিরাপত্তা সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করবে।
কেউ মালয়েশিয়াকে চরমপন্থী কার্যক্রম বা ট্রানজিট কেন্দ্র বানাতে চাইলে, তা কঠোরভাবে দমন করা হবে।