মিয়াদ হাসান
স্টাফ রিপোর্টার
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, ঢাকা আলিয়া শাখার উদ্যোগে সরকারি মাদ্রাসা-ই-আলিয়া, ঢাকা কেন্দ্রে আলিম পরীক্ষার্থী ও তাদের অভিভাবকদের মাঝে বিশুদ্ধ পানি বিতরণ করা হয়েছে। তীব্র গরমে শিক্ষার্থীদের দুর্ভোগ লাঘবে ছাত্রশিবিরের এই ব্যতিক্রমী উদ্যোগ সর্বমহলে প্রশংসিত হয়েছে।
ইসলামী ছাত্রশিবির, ঢাকা আলিয়া শাখার সভাপতি মির্জা মোহাম্মদ সোলাইমানের নেতৃত্বে পরীক্ষার শুরুতেই এই পানি বিতরণ কার্যক্রম শুরু হয়। এ সময় ঢাকা আলিয়া শাখার বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এবং কার্যক্রমটি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সহযোগিতা করেন।
পরীক্ষায় অংশ নিতে আসা শিক্ষার্থীরা ছাত্রশিবিরের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। হঠাৎ করে বিশুদ্ধ পানির এমন আয়োজনে তারা আনন্দিত হয়েছেন এবং এতে তাদের পরীক্ষা প্রস্তুতিতে স্বস্তি এসেছে বলে জানিয়েছেন। শুধু পরীক্ষার্থীরাই নন, উপস্থিত অভিভাবকরাও ছাত্রশিবিরের এই জনহিতকর কাজের ভূয়সী প্রশংসা করেছেন। তারা মনে করেন, পরীক্ষার মতো গুরুত্বপূর্ণ সময়ে শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো একটি অত্যন্ত ইতিবাচক পদক্ষেপ।
ইসলামী ছাত্রশিবির ঢাকা আলিয়া শাখার সভাপতি মির্জা মোহাম্মদ সোলাইমান জানান, শিক্ষার্থীরা যাতে নির্বিঘ্নে ও স্বস্তিতে পরীক্ষা দিতে পারে, সে উদ্দেশ্যেই তাদের এই ক্ষুদ্র প্রয়াস। তিনি বলেন, “শিক্ষার্থীদের যেকোনো প্রয়োজনে পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। ভবিষ্যতেও আমরা এমন জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখব।”