মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ০৬:১৮ অপরাহ্ন

মাদ্রাসা শিক্ষা বোর্ডের সামনে দাখিল ও আলিমে ব্যাবসায় শিক্ষা বিভাগ চালু ও নম্বরের সমতার দাবিতে সাধারণ শিক্ষার্থীদের মানববন্ধন

মিয়াদ হাসান স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫
  • ৭২ বার পড়া হয়েছে

মিয়াদ হাসান
স্টাফ রিপোর্টার

রাজধানীর বকশিবাজারস্থ বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের সামনে বিভিন্ন মাদ্রাসার সাধারণ শিক্ষার্থীরা এক বিশাল মানববন্ধন কর্মসূচির আয়োজন করে। তাদের মূল দাবি ছিল মাদ্রাসা শিক্ষা ব্যবস্থায় দাখিল (এসএসসি সমমান) ও আলিম (এইচএসসি সমমান) পর্যায়ে ব্যবসায় শিক্ষা বিভাগ চালু এবং সাধারণ শিক্ষার সঙ্গে মাদ্রাসা শিক্ষার নম্বর সমতা নিশ্চিত করা। এই যৌক্তিক দাবিতে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং সুসংগঠিত কর্মসূচি সকলের দৃষ্টি আকর্ষণ করেছে।

দীর্ঘদিন ধরে মাদ্রাসা শিক্ষার্থীদের মধ্যে একটি অসন্তোষ বিরাজ করছিল যে, কারিগরি ও সাধারণ শিক্ষার পাশাপাশি মাদ্রাসা শিক্ষায় ব্যবসায় শিক্ষা বিভাগের অনুপস্থিতি তাদের ভবিষ্যৎ কর্মসংস্থানের সুযোগকে সীমিত করছে। এছাড়াও, সাধারণ শিক্ষা বোর্ডের অধীন শিক্ষার্থীদের পরীক্ষার নম্বরের সঙ্গে মাদ্রাসা বোর্ডের শিক্ষার্থীদের নম্বরের সমতা না থাকায় উচ্চশিক্ষা ও চাকরির ক্ষেত্রে তারা বৈষম্যের শিকার হচ্ছেন বলেও অভিযোগ ওঠে। এই বৈষম্য দূর করে একটি যুগোপযোগী ও অন্তর্ভুক্তিমূলক শিক্ষা ব্যবস্থা নিশ্চিত করার লক্ষ্যেই আজকের এই মানববন্ধন।

মানববন্ধনে ঢাকা ও এর আশপাশের বিভিন্ন স্বনামধস্য মাদ্রাসার শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। তাদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষার্থী ছিলেন সরকারি মাদ্রাসা-ই-আলিয়া, ঢাকা; তামীরুল মিল্লাত কামিল মাদ্রাসা; দারুন্নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা; এবং কাদেরিয়া তৈয়্যবিয়া আলিয়া কামিল মাদ্রাসার। শিক্ষার্থীদের পক্ষ থেকে হোসাইন আহমেদ, মুজাহিদুল ইসলাম, ইজাজ আহমেদ, হোসনে মোবারক (সরকারি মাদ্রাসা-ই-আলিয়া, ঢাকা), মাসুম আরিফ (তামীরুল মিল্লাত কামিল মাদ্রাসা), আল-আমিন (দারুন্নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা) এবং হাবিবুর রহমান (কাদেরিয়া তৈয়্যবিয়া আলিয়া কামিল মাদ্রাসা) প্রমুখ বক্তব্য রাখেন।

বক্তারা তাদের দাবির যৌক্তিকতা তুলে ধরে বলেন, একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় মাদ্রাসা শিক্ষার্থীদের আধুনিক জ্ঞান ও দক্ষতা অর্জন অপরিহার্য। ব্যবসায় শিক্ষা বিভাগ চালু হলে তারা অর্থনৈতিক ক্ষেত্রে আরও সক্রিয় ভূমিকা রাখতে পারবে।

মানববন্ধন শেষে শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মিয়া মোঃ নূরুল হক-এর সঙ্গে সাক্ষাৎ করে তাদের দাবিগুলো বিস্তারিতভাবে তুলে ধরেন। শিক্ষার্থীদের বক্তব্য মনোযোগ সহকারে শোনার পর প্রফেসর মিয়া মোঃ নূরুল হক তাদের আশ্বস্ত করে বলেন, “আমি এই বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্মকর্তা এবং শিক্ষা মন্ত্রণালয়ে দ্রুত কথা বলব। তোমাদের এই যৌক্তিক দাবি আদায়ে আমার সর্বোচ্চ চেষ্টা থাকবে।” তিনি আরও বলেন, “মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাকে উন্নত ও যুগোপযোগী করে তুলতে আমরা নিরন্তর কাজ করে যাচ্ছি। শিক্ষার্থীদের ভবিষ্যৎ এবং দেশের অগ্রগতি আমাদের প্রধান লক্ষ্য।”

এই আশ্বাস শিক্ষার্থীদের মধ্যে আশার সঞ্চার করেছে। তারা আশা করছেন, দ্রুতই তাদের দাবিগুলো বাস্তবায়িত হবে এবং মাদ্রাসা শিক্ষা দেশের সার্বিক উন্নয়নে আরও কার্যকর ভূমিকা রাখতে সক্ষম হবে। এই ধরনের উদ্যোগ মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য নতুন দিগন্ত উন্মোচন করবে বলে শিক্ষাবিদ ও অভিভাবকরা মনে করছেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ