মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ০৫:৫৬ অপরাহ্ন

খুরুশকুলে নবীন-প্রবীণের প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত।

মোহাম্মদ নূরনবী কক্সবাজার শহর প্রতিনিধি।
  • প্রকাশের সময় : রবিবার, ২২ জুন, ২০২৫
  • ৪৫ বার পড়া হয়েছে

মোহাম্মদ নূরনবী কক্সবাজার শহর প্রতিনিধি।

কক্সবাজার সদর উপজেলার খুরুশকুল ইউনিয়নের রুহুল্লার ডেইলে এক ব্যতিক্রমধর্মী আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে নবীন-প্রবীণদের প্রীতি ফুটবল টুর্নামেন্ট। এক বছর আগের স্মৃতিচারণ ও বন্ধুত্বের বন্ধনকে আরও মজবুত করতে স্থানীয় যুবকদের উদ্যোগে এই টুর্নামেন্টটি আয়োজন করা হয়।

২০ জুন ২০২৫, বিকেল ৪টায় শুরু হওয়া খেলাটি নির্ধারিত ৪০ মিনিট সময় ধরে চলে। নবীন ও প্রবীণ দুই দলের অংশগ্রহণে প্রাণবন্ত এই খেলায় উত্তেজনার কোনো ঘাটতি ছিল না। খেলার শুরু থেকেই নবীনদের দাপট লক্ষ্য করা যায় এবং শেষ পর্যন্ত তারা প্রবীণদের ৩-০ গোলে পরাজিত করে জয় ছিনিয়ে নেয়।

খেলা শেষে উৎসবমুখর পরিবেশে বিজয়ী দলের মাঝে ছাগল উপহার হিসেবে তুলে দেওয়া হয়, যা এই আয়োজনের বিশেষ আকর্ষণ ছিল। টুর্নামেন্টের রেফারির দায়িত্ব পালন করেন ছৈয়দুল হক সওদাগর।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুরুশকুল ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ডা. নুরুল আলম। এছাড়াও অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত থেকে খেলা উপভোগ করেন এবং নবীন-প্রবীণদের এই আয়োজনকে সাধুবাদ জানান।

উভয় দলের পক্ষ থেকেই টুর্নামেন্টের ভবিষ্যৎ পরিকল্পনা, উন্নয়ন ও মহল্লার যুবসমাজকে ক্রীড়ামুখী করে তুলতে করণীয় নিয়ে বক্তব্য দেওয়া হয়।

পুরো আয়োজনটি সঞ্চালনা করেন ডেন্টিস্ট মনসুর আলম।

এই টুর্নামেন্ট শুধু একটি খেলা নয়, বরং প্রজন্মের মাঝে সৌহার্দ্য, ঐক্য ও বন্ধুত্বের এক অনন্য উদাহরণ হয়ে থাকবে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ