বোয়ালখালী প্রতিনিধি:
বোয়ালখালীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে নুরুল হুদা (৪১) নামে এক প্রবাসী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৯ জুন) বিকেল ৩টার দিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত নুরুল হুদা বোয়ালখালী উপজেলার শাকপুরা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের পশ্চিম শাকপুরা খালেক সওদাগর বাড়ির বাসিন্দা মৃত শফিউর রহমানের ছেলে। তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে।
নুরুল হুদার বড় ভাই জাহাঙ্গীর আলম বলেন, সকালে বোনজামাইয়ের মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন নুরুল হুদা। মোটরসাইকেলের পেছনে বসা অবস্থায় পশ্চিম গোমদণ্ডী জমাদার হাট এলাকায় দুর্ঘটনার শিকার হন তিনি।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল পৌনে ১১টার দিকে একটি ইটবোঝাই ট্রাককে ওভারটেক করার সময় মোটরসাইকেলটির সামনে হঠাৎ একটি অটোরিকশা চলে আসে। এতে চালক ব্রেক কষলে মোটরসাইকেলটি কাত হয়ে পড়ে। এসময় পেছনে বসা নুরুল হুদা ট্রাকের পেছনের চাকায় পিষ্ট হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে গেলে বিকেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম সারোয়ার জানান, দুর্ঘটনায় জড়িত ট্রাক (পিরোজপুর-ড-১১-০১২৩) জব্দ করা হয়েছে এবং চালক আরিফুর রহমান (৩৫) কে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।