মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ০৪:৫৩ অপরাহ্ন

NCP ডাইসপোরা অ্যালায়েন্স মালয়েশিয়া চ্যাপ্টার আয়োজিত ঈদ পূর্ণমিলন অনুষ্ঠান

মো:নুরুল ইসলাম সুজন।
  • প্রকাশের সময় : সোমবার, ১৬ জুন, ২০২৫
  • ১১১ বার পড়া হয়েছে

মো:নুরুল ইসলাম সুজন।

প্রবাস থেকেও ঈদের আনন্দ ভাগাভাগি করতে। জাতীয় নাগরিক পার্টি মালয়েশিয়া চ্যাপ্টার আয়োজন করেছেন ঈদ পূর্ণমিলন অনুষ্ঠান।

১৫ জুন রবিবার ২০২৫ কুয়ালালামপুরের একটি হোটেলে মালয়েশিয়া (NCP)
এন সি পি ডাইসপোরা অ্যালায়েন্স – মালয়েশিয়া চ্যাপ্টার আয়োজিত ঈদ পূর্ণমিলন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

ঈদ পূর্ণমিলন অনুষ্ঠানে আলোচনা করেন মালয়েশিয়া প্রতিনিধি আনামুল হক ও আলমগীর আকাশ সহ আরো অনেকে।এবং একে অপরের কুশল বিনিময় ও আলোচনা করা হয়।

ঈদ পূর্ণমিলন অনুষ্ঠানে মালয়েশিয়া প্রতিনিধি আনামুল হক বলেন:ঐক্যমত্য কমিশনের সংস্কার বিষয়ের দ্বিতীয় ধাপের আলোচনা শুরু হয়েছে। সংস্কারের চেয়ে নির্বাচন নিয়েই বেশি টানাটানি হচ্ছে। একটা প্র-রিফর্ম পার্টি হিসাবে এনসিপিকে পরিচিত করতে মৌলিক সংস্কারের দাবিগুলিকে জনগনের কাছে নিতে হবে। প্রধানমন্ত্রীর ক্ষমতা কমানো, সর্বোচ্চ দুই মেয়াদ ও রাষ্ট্রের ইন্সটিটিউশনগুলির ক্ষমতার চেক এন্ড ব্যালেন্স কেন এই হাসিনা পরবর্তী বাংলাদেশে দরকার তা বুঝাতে হবে। লোকে যেন আমাদের প্রস্তাবগুলিকে সমর্থন দেয় ও সেগুলি জনদাবির মুখে জুলাই সনদে যায়। সেজন্য পাচটি প্রমোশনাল ভিডিও তৈরি করার পরিকল্পনা করা হয়েছে, ৪ টি সংস্কার বিষয়ে, ১ টি হবে জুলাই ঘোষনাপত্র বিষয়ে। এই ভিডিওগুলির নির্মান ব্যয় ৪ লক্ষ ৯৩ হাজার টাকা। নতুন বাংলাদেশের নাগরিকের কাছে তাই নিচের গো ফান্ড মি ক্যাম্পেইনে দান করার অনুরোধ করছি। এই অর্থসংগ্রহ ও ব্যয় ১০০% স্বচ্ছতার সাথে করা হবে।

এছাড়াও অনুষ্ঠানে বলা হয়।
প্রবাসীদের ভোটার অধিকার নিশ্চিত। বিদেশে পাসপোর্ট হয়রানি বন্ধ। জেলখানায় অবৈধ শ্রমিকদের আইনি সহায়তা। অবৈধ প্রবাসীদের বৈধকরণ চেয়ে বক্তৃতা দেন।

এবং জুলাইকে ধারণ করে আগামীর বাংলাদেশ নতুন করে তৈরি করার জন্য প্রস্তুত জাতীয় নাগরিক পার্টি মালয়েশিয়া চ্যাপ্টার। দেশ থেকে দুর্নীতি চাঁদাবাজি দখলদারী হত্যাকারী লুণ্ঠনকারী বিতাড়িত করতে এনসিপির জন্ম।

এবং আগামী ২০ জুলাই। ২৪শে জুলাই শহীদ স্মরণে দল-মত নির্বিশেষে দোয়া ও মাগফেরত অনুষ্ঠানের প্রস্তাব রাখেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন

১। এনামুল হক
২। আলমগীর হোসেন আকাশ
৩। মোঃ রওশন আলম
৪। মোহাম্মদ আল আমীন
৫। মোঃ বশির আলম
৬। মোঃ রনি মিনহাজ
৭। মুসফিকুর রহমান
৮। মোঃ দাউদ ইসলাম ভূঁইয়া
৯। রায়হান হোসেন
১০। আরিফুল ইসলাম
১১। ছালেম নুর
১২। শহিদুল ইসলাম
১৩। হাবিবুর রহমান হাবিব
১৪। খোরশেদ আলম
১৫। মুশফিকুর রহমান স্বপন
১৬। মোহাম্মদ নাহিদ
১৭। ইয়াকুব আলী

সহ আরো অনেকে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ