রিপোর্টার মো:রবিউল আউয়াল,
ঠাকুরগাঁও বিমান বন্দর এলাকার সেনাবাহিনীর তত্ত্বাবধানে থাকা মসজিদের ইমামের চাকরি দেওয়ার নামে টাকা নিয়ে প্রতারণার দায়ে তোফাজ্জল হোসেন এক ব্যক্তিকে আটক করেছে সেনাবাহিনী।
শুক্রবার রাতে তাকে আটক করে থানায় হস্তান্তর করা হয়। তোফাজ্জল হোসেন ঠাকুরগাঁও সদর উপজেলার মাদারগঞ্জ পাইকপাড়া এলাকার বাসিন্দা।
সেনাবাহিনীর তথ্যমতে, ঠাকুরগাঁও বিমান বন্দর এলাকার সেনাবাহিনীর অধিনায়ক জাকির হোসেন নামে এক ব্যক্তির নিকট ২০ হাজার টাকা দাবি করেন। তিনি নয় হাজার ৫শত টাকা প্রদান করেন। পরে চাকরি দিতে বিলম্ব হওয়ায় সন্দেহ হলে সেনাবাহিনীর সদস্যরা তদন্তে গিয়ে জানতে পারেন, দেওয়ার চাকরির বিষয়টি হাতে নাতে পাওয়া যায় না। পাওয়া না যাওয়ায় সৈনিকরা সহায়তায় ঠাকুরগাঁও বিমানবন্দর এলাকার বিমান সেনানিবাসে ভোররাতে অভিযান পরিচালনা করেন এবং প্রতারক তোফাজ্জল হোসেনকে আটক করে।
সেনানিবাসে আটকের পর তোফাজ্জল হোসেন চাকরির নামে টাকা গ্রহণের কথা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। তাকে সদর থানায় হস্তান্তর করেন সেনাবাহিনীর সদস্যরা।
ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্যারাডিস হোসেন জানান, তার বিরুদ্ধে সেনাবাহিনীর পক্ষ থেকে প্রতারণার মামলা দায়ের হয়েছে। পরে তাকে ওই মামলায় আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
ঠাকুরগাঁওয়ে অবস্থানরত সেনানিবাস থেকে জানানো হয়েছে, প্রতারণামূলক যে কোন কাজের বিরুদ্ধে তাদের অবস্থান কঠোর এবং এ ধরনের কেউ ধরা পড়লে তাকে কঠোর আইনের আওতায় নিয়ে আসা হবে।