মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ০৫:১৩ অপরাহ্ন

দিনাজপুরে ইসলামী ছাত্রশিবিরের ঈদুল আযহা পুনর্মিলনী অনুষ্ঠিত

মো: সালাম রাব্বানী দিনাজপুর প্রতিনিধি
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৩ জুন, ২০২৫
  • ১৯৬ বার পড়া হয়েছে

মো: সালাম রাব্বানী
দিনাজপুর প্রতিনিধি

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, দিনাজপুর শাখার আয়োজনে সাবেক ও বর্তমান নেতাকর্মীদের অংশগ্রহণে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১২ জুন) দিনাজপুর শহরের জেলা জামায়াতে ইসলামী কার্যালয়ে এ আয়োজন সম্পন্ন হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি রাজিবুর রহমান পলাশ। সহ-সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সদস্য ও দিনাজপুর শহর শাখার সভাপতি মুশফিকুর রহমান।

পুনর্মিলনী অনুষ্ঠানে নেতৃবৃন্দ বলেন, “গত ১৫ বছর ধরে আমরা পরিবার ও প্রিয়জনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগ করে নিতে পারিনি। স্বৈরাচারী সরকার আমাদের ঘরে ঈদ উদযাপন করতে দেয়নি। কিন্তু আলহামদুলিল্লাহ, ৫ আগস্ট পরবর্তী সময়ের ছাত্র ও জনতার অভ্যুত্থানের মাধ্যমে দেশে যে স্বাধীনতার সুবাতাস বইতে শুরু করেছে, তারই ধারাবাহিকতায় আজ আমরা একত্রিত হতে পেরেছি।”

তারা আরও বলেন, “এ পুনর্মিলনী কেবল একটি অনুষ্ঠান নয়, বরং এটি আমাদের ঐক্য, ত্যাগ এবং সাহসিকতার প্রতীক। যারা বিগত সময়গুলোতে নিপীড়নের শিকার হয়েছেন, তাঁদের জন্য এ মিলনমেলা এক নতুন আশার প্রতিচ্ছবি।”

অনুষ্ঠানে দিনাজপুর জেলার বিভিন্ন ইউনিট থেকে আগত সাবেক ও বর্তমান নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। আয়োজনজুড়ে ছিল আলোচনা, স্মৃতিচারণা, দোয়া এবং ভ্রাতৃত্বের এক উষ্ণ পরিবেশ।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ