মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ০৬:১২ অপরাহ্ন

সীতাকুণ্ডে কুখ্যাত মাদক সম্রাট ও যুবলীগ নেতা গ্রেফতার 

মো:রমিজ আলী,সীতাকুণ্ড প্রতিনিধি :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫
  • ৭২ বার পড়া হয়েছে

মো:রমিজ আলী,সীতাকুণ্ড প্রতিনিধি :

চট্টগ্রামের সীতাকুণ্ডে ইয়াকুব আলী (৪০) নামের এক যুবলীগ এবং মাদক ব্যবসায়ীকে প্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১২ জুন) বিকাল ৫টার সময় উপজেলার ৮ নং সোনাইছড়ি ইউনিয়নের ৫ নং ওয়ার্ড ফুলতলা এলাকায় নিজ বাসা থেকে গ্রেপ্তার করা হয়। আটককৃত ইয়াকুবের বিরুদ্ধে সীতাকুণ্ড মডেল থানায় মাদকসহ একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে সীতাকুণ্ড থানা সূত্রে। সে ঐ এলাকার মো: জহুরুল হক ছেলে। 

স্থানীয় সূত্রে জানা যায়, ইয়াকুব আলী দীর্ঘ দিন যাবৎ স্বৈরাচারী আওয়ামী যুবলীগের একজন কর্মি।তিনি আওয়ামী লীগের চত্র ছায়ায় এলাকায় ইয়াবা,মাদকসহ বিভিন্ন ধরনের অসামাজিক কাজ করতেন।তিনি ইয়াবা,মাদক ব্যবসা করে বিভিন্ন জায়গা জমি এবং ৫ তলা বিশিষ্ট একটি বিল্ডিং তৈরি করেন।যার আনুমানিক ব্যয় ১০ কোটি টাকা।

পুলিশ সূত্রে জানা যায়, সে দীর্ঘদিন ধরে এলাকায় মাদকসহ বিভিন্ন অসামাজিক কাজের সাথে লিপ্ত। সীতাকুণ্ড মডেল থানায় তার বিরুদ্ধে মাদক সহ একাধিক মামলা রয়েছে।

আটকের বিষয়টি নিশ্চিত করে সীতাকুণ্ড মডেল থানার ওসি মুজিবুর রহমান বলেন, তার বিরুদ্ধে মাদক সহ একাধিক মামলা রয়েছে থানায়।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ