বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫, ১০:২০ অপরাহ্ন

শরণখোলায় বসতঘরের সিলিং ফ্যানের সাথে ঝুলন্ত কিশোরীর মরদেহ উদ্ধার

মোঃ আব্দুর রহিম (শরণখোলা) প্রতিনিধি :
  • প্রকাশের সময় : বুধবার, ১১ জুন, ২০২৫
  • ৪০ বার পড়া হয়েছে

মোঃ আব্দুর রহিম (শরণখোলা) প্রতিনিধি :

বাগেরহাট জেলার শরণখোলা উপজেলার সদর রায়েন্দা ইউনিয়নের উত্তর কদমতলা গ্রামে এমন ঘটনা ঘটেছে। বিথী আক্তার নামের নারীর ঝুলন্ত লাশ মধ্যরাতে উদ্ধার করে শরণখোলা থানা পুলিশ। বিথী আক্তার উপজেলা নির্বাচন অফিসে আউটসোর্সিং পরিছন্নতাকর্মী ছিলেন। জানা যায় বিথী আক্তারের বাড়ি বাগেরহাট সদরের পাচলী গ্রামের হান্নান শেখের মেয়ে।
আজ বুধবার (১১) জুন বিথী আক্তারের মরদেহ ময়নাতদন্তের জন্য বাগেরহাট ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। থানা তদন্তকারী কর্মকর্তা জানান, বিথী আক্তার গত সাত মাস ধরে উত্তর কদমতলার একটা বাড়িতে ভাড়া থাকতো। সে একাই ভাড়া বাসায় থাকতো। খবর পাওয়া মাত্র থানা পুলিশ এসে দেখেন ঘরের ভিতর থেকে বন্ধ ছিলো।পরে দরজা ভেঙে ভেতরে ঢুকে গলায় ওড়না পেচানো সিলিং ফ্যানের সাথে ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয় । তবে শরীরে কোন প্রকার আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।
এছাড়াও শরণখোলা থানা অফিসার্স ইনচার্জ মোঃ শহিদুল্লাহ জানান, এ ঘটনায় থানায় একটা অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে। তাছাড়া ময়নাতদন্তের প্রতিবেদন রিপোর্ট পাওয়ার পরে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে আশা করা হচ্ছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ