বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫, ০৯:৩৯ অপরাহ্ন

চৌফলদন্ডী ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে নুরুল আবছারকে আনুষ্ঠানিকভাবে বরণ করে নেন তৃণমূলের নেতাকর্মীরা।

মোঃ নুরুন্নবী কক্সবাজার শহর প্রতিনিধি
  • প্রকাশের সময় : বুধবার, ১১ জুন, ২০২৫
  • ৫০ বার পড়া হয়েছে

মোঃ নুরুন্নবী কক্সবাজার শহর প্রতিনিধি

কক্সবাজারর সদর উপজেলার আওতাধীন চৌফলদন্ডী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদকের পদ শূন্য থাকায় সাংগঠনিক কার্য্যক্রম গতিশীল করার লক্ষ্যে কক্সবাজার সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আবদুল মাবুদ ও সদস্যসচিব মোঃ ছৈয়দ নুরের সাক্ষরিত একটি প্যাডে চৌফলদন্ডী ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক পদে পদাধিকার বলে সাবেক যুগ্ন—সাধারণ সম্পাদক মোঃ নুরুল আবছারে নাম ঘোষনা করা হয়।

সঠিক সময়ে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের জন্য কক্সবাজার সদর উপজেলা বিএনপির আহ্বায়ক ও সদস্যসচিবকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান চৌফলদন্ডী ইউনিয়ন বিএনপির তৃণমূলের নেতৃবৃন্দ।
যেহেতু নুরুল আবছার গেল সরকার আমলেও কারানির্যাতিত ছিলেন। তাকে মিথ্যা মামলায় ফাসিয়ে গ্রেফতার করা হয়েছিল এবং ১৭ দিন কারাভোগ করে ৫ই আগস্টের সরকার পতনের পর বিজ্ঞ আদালত তাকে বেকচুর খালাস প্রদান করে।

এছাড়াও নুরুল আবছার চৌফলদন্ডী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ছিলেন এবং দীর্ঘকাল থেকেই তিন বিএনপির রাজনীতির সাথে যুক্ত ছিলেন, এমনটাই জানান দলের নেতাকমীর্রা। তাই সকল দিক বিবেচনা করে সদরের আহ্বায়ক ও সদস্যসচিব সঠিক সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান তৃণমূলের নেতাকমীর্রা।
ইউনিয়ন বিএনপির নেতাকমীর্
১০ই জুন মঙ্গলবার সন্ধ্যায় চৌফলদন্ডীর গ্রীণ ভিউ রেস্টুরেন্টে ইউনিয়ন বিএনপির সভাপতি মাস্টার মোস্তাফা কামাল ইউনিয়ন ও ওয়ার্ডের নেতাকমীর্দের সাথে নিয়ে এক পরিচিতি সভার আয়োজন করেন এবং কমিটির নবনিবার্চিত ভারপ্রাপ্ত সম্পাদক নুরুল আবছারকে ফুলের মালা দিয়ে বরণ করে নেন।
এসময় উপস্থিত ছিলেন চৌফলদন্ডী ইউনিয়ন বিএনপির সভাপতি মাস্টার মোস্তাফা কামাল, সিনিয়র সহ—সভাপতি মোর্শেদ আলম সফর, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুরুল আবছার, সাংগঠনিক সম্পাদক জাকারিয়া আজাদ, ৯টি ওয়ার্ডের সভাপতি, সম্পাদক সহ ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদল, কৃষকদল, শ্রমিকদল সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃকমীর্রা।

শুরুতেই দলীয় নেতাকমীর্দের পরিচয় পর্ব প্রদানের মাধ্যমে পরিচিতি সভার আনুষ্ঠানিকতা শুরু হয়।

পরিচয় পর্বের পরে উপস্থিত নেতাকমীর্রা দলের দুঃসময়ের সার্বিক চিত্র তুলে ধরেন এবং আগামীতে জাতীয় নির্বাচনে কক্সবাজার—৩ আসনের সাবেক সাংসদ লুৎফুর রহমান কাজলকে ধানের শীষ মার্কায় বিজয় করার লক্ষ্যে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাওয়ার আশ^াস দেন।

নুরুল আবছার, মোস্তাফা কামাল
আলোচনার পরে চৌফলদন্ডী ইউনিয়ন বিএনপির নবনিবার্চিত ভারপ্রাপ্ত সম্পাদক নুরুল আবছারকে ফুলের মালা দিয়ে বরণ করে নেন ইউনিয়ন বিএনপি ও ওয়ার্ডের তৃণমূলের নেতাকমীর্রা।
পরে ঈদুল আযহা উপলক্ষ্যে সকলেই একত্রিত হওয়ায় ভোজের আয়োজন করে ইউনিয়ন বিএনপির নেতাকমীর্রা।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ