মোঃ আব্দুর রহিম (শরণখোলা) প্রতিনিধি :
বাগেরহাট জেলার শরণখোলা উপজেলার ধানসাগর ইউনিয়নে সুমনা নামের এক গৃহবধূ বিষপান করে আত্মহত্যা করেন। সুমনা ধানসাগর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের সবুর আকনের মেয়ে। এলাকাবাসীর তথ্য মতে, একই ইউনিয়নের উত্তর রাজাপুর গ্রামের খালেক গাজীর ছেলে মিরাজ গাজীর সাথে দুই বছর আগে বিয়ে হয় সুমনার। মিরাজ ঢাকায় একটা প্রাইভেট ফার্মে চাকরি করেন।
বিয়ের পর থেকেই সুমনা তার বাবার বাড়িতে থাকতেন। বাবার বাড়িতে থেকেই হঠাৎ সন্ধ্যার দিকে সকলের অগোচরে বিষ পান করেন সুমনা। প্রতিবেশীর সহযোগিতায় দ্রুত শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয় সুমনাকে। প্রাথমিক চিকিৎসা শেষে খুলনা গাজী মেডিকেল নিয়ে যাওয়া হয় সুমনাকে। সেখানে অবস্থার অবনতি হলে খুলনা সদর হসপিটালে নিয়ে যাওয়ার পথে মারা যান সুমনা।
এ বিষয়ে রাজাপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোঃ নান্না মিয়া জানান,সুমানর ব্রেইনের সমস্যা জনিত কারণে মানসিক বিকারগ্রস্ত ছিলেন। পরিবার ও প্রতিবেশীদের ধারণা এর থেকেই হয়তো বিষপান করেছে সুমনা। বিষয়টি জানতে পেরে শরণখোলা থানা অফিসার্স ঘটনা স্থান পরিদর্শন করেন এবং বিভিন্ন বিষয় জিজ্ঞাসাবাদ করেন।
এ বিষয়ে শরণখোলা থানা অফিসার্স ইনচার্জ মোঃ শহিদুল্লাহ বলেন, সুমনার পরিবারের পক্ষ থেকে জানানো হয় সুমনা মানসিক বিকারগ্রস্ত ছিলেন। উভয় পরিবারের পক্ষে কোন আপত্তি না থাকায় লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এঘটনায় শরণখোলা থানায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হবে বলে তিনি আরও জানান।