জলাশ পাহান স্টাফ রিপোর্টার নওগাঁ
ব্রিটিশ বিরোধী আন্দোলন “উলগুলানের” মহানায়ক বীর শহীদ বিরসা মুন্ডার ১২৫ তম শহীদ দিবস পালন উপলক্ষে নিয়ামতপুর জাতীয় আদিবাসী পরিষদের উদ্যোগে আজ ৯ জুন ২০২৫ইং সোমবার সকাল ১০.০০টায় নিয়ামতপুর উপজেলা চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করবেন নওগাঁ জেলা জাতীয় আদিবাসী পরিষদের সাংগঠনিক সম্পাদক বাসন্তী টপ্প্য এবং সঞ্চালনা করেন নওগাঁ জেলা জাতীয় আদিবাসী পরিষদ কমিটির সাধারণ সম্পাদক অজিত কুমার মুন্ডা। এ সময় উপস্থিত ছিলেন জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক নকুল পাহান, যুগ্ম আহবায়ক বিজয় ইন্দোয়ার উপজেলা কোমিটি , সুশান্ত পাহান, সাবেক সভাপতি আদিবাসী ছাত্র পরিষদ,নিয়ামতপুর দুলাল মাহাতো সাবেক যুগ্ম আহবায়ক, রাজশাহী কলেজ শাখা, মিলন টপ্প,সিনিয়র সদস্য জাপ,সুভ্রা এক্কা,যুগ্ম আহবায়ক আদিবাসী নারী পরিষদ নিয়ামতপুর, সাবিনা মুর্মু যুগ্ম আহবায়ক আদিবাসী নারী পরিষদ,সোনাবতি যুগ্ম আহবায়ক আদিবাসী নারী পরিষদ নিয়ামতপুর, সাংবাদিক জলাশ পাহান , শিরিশ চন্দ্র পাহান সাধারণ সম্পাদক জাতীয় আদিবাসী পরিষদ পাড়ইল ইউনিয়ন, মধু সরদার সভাপতি রসুলপুর ইউনিয়ন, যতিন সরেন সভাপতি ভাবিচা ইউনিয়ন, কৃষ্ণ ধানোয়ার, যুগ্ম আহবায়ক আদিবাসী যুব পরিষদ নিয়ামতপুর, স্বপন মাহাতো যুগ্ম আহবায়ক আদিবাসী ছাত্র পরিষদ প্রমুখ।
বক্তারা বলেন উলুগুলানের মহানায়ক বীর শহীদ বিরসা মুন্ডার উনিশশো শতকের দিকে ব্রিটিশ শাসনে আদিবাসী সহ সকল নির্যাতনের বিরোধিতা ঘোষণা করেন এবং ব্রিটিশ সরকার ঐ সময় বিরসা মুন্ডার উপর ব্যাপক নির্যাতন চালায় ফলে এক সময় নির্যাতনের কারণে মৃত্যু হয়।
বক্তারা আরো বলেন বর্তমান অবস্থা আদিবাসীদের উপর নির্যাতন বেড়েই চলেছে, সুতরাং জাতীয় আদিবাসী পরিষদের নেতৃবৃন্দসহ এক ছাতায় এসে ঐক্য বদ্ধ সংগ্রাম গড়ে তুলতে হবে।