মোঃ আব্দুর রহিম (শরণখোলা) প্রতিনিধি :
সুন্দরবনে হরিণ শিকারীদের অপতৎপরতা দিনদিন বেড়েই চলেছে।
আজ মঙ্গলবার (১০ জুন) ভোর ৫:১৫ মিনিটের সময় সুপতি স্টেশনের কর্মকর্তা কর্মচারীরা গোপন সূত্রে অভিযান চালান। অভিযানে সুপতি স্টেশনের আওতায় শাপলা ক্যাম্পের ছোট সিন্দুক বারিয়া খালের উত্তর পাশে বনের ভেতরে হরিণ শিকারীদের পেতে রাখা ৪৫০ টি মালা ফাঁদ উদ্ধার করা হয়েছে। যদিও কোন হরিণ শিকারিকে আটক করা হয় নি।ধারণা করা হচ্ছে দুষ্কৃতকারীরা অভিযানের টের পেয়ে লাপাত্তা হয়েছে। হরিণ শিকারীদের অপতৎপরতা প্রতিরোধে পূর্ব সুন্দরবন বিভাগ সংকল্পবদ্ধ। বাগেরহাটের নবাগত বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মোঃ রেজাউল করিম চৌধুরীর অক্লান্ত পরিশ্রম ও দৃঢ় চৌকস তায় বিভিন্ন কৌশল এবং টহলকারী দলের সমন্বয়ে সুন্দরবন রক্ষায় বীরদর্পে এগিয়ে যাচ্ছে।