শনিবার, ২১ জুন ২০২৫, ১০:২৪ পূর্বাহ্ন

সুনামগঞ্জের দিরাইয়ে অতিদরিদ্র ও হতদরিদ্র পরিবারের মাঝে কোরবানির গোশত বিতরণ

দিরাই প্রতিনিধিঃ-গোলাম জিলানী
  • প্রকাশের সময় : সোমবার, ৯ জুন, ২০২৫
  • ৭৮ বার পড়া হয়েছে

দিরাই প্রতিনিধিঃ-গোলাম জিলানী

সুনামগঞ্জের দিরাইয়ে অতিদরিদ্র ও হতদরিদ্র পরিবারের মাঝে কোরবানির গোশত বিতরণ করা হয়েছে। ৮ জুন রোববার সকালে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে জাহানারা মেমোরিয়াল ট্রাস্টের উদ্যোগে উপজেলার অসহায়, হতিদরিদ্র ও দরিদ্র সুবিধাবঞ্চিত ৩০০ টি পরিবারের মাঝে কোরবানির গোশত বিতরণ করা হয়।

এসময় প্রধান অতিথির বক্তব্যে জাহানারা মেমোরিয়াল ট্রাস্টের চেয়ারম্যান ও কেন্দ্রীয় জমিয়তের যুগ্ম মহাসচিব ডক্টর মাওলানা শুয়াইব আহমদ বলেছেন, পবিত্র কোরবানির মূল শিক্ষা হচ্ছে ত্যাগ সহানুভূতি। আমাদের অনেক ভাইবোন আছেন। যারা বছরে একবার একটু গোশত কিনে খাওয়ার সামর্থ্য রাখেন না। কেউ কেউ আছেন, কারো কাছে যেতে পারেন না। তাদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতেই আমরা এই উদ্যোগ নিয়েছি। এটা কোন ত্রাণ নয়, ঈদের উপহার। যারা কষ্ট করে আসছেন, আমি তাদের প্রতি কৃতজ্ঞ।

মাওলানা শুয়াইব জানিয়েছেন, ১৯৯৯ সালে এই ট্রাস্ট প্রতিষ্ঠা হয়। পরবর্তীতে ২০১২ সালে মায়ের মৃত্যুর পর তার নাম যুক্ত করে ‘জাহানারা মেমোরিয়াল ট্রাস্ট’ নামকরণ করা হয়। প্রতিষ্ঠার পর থেকে বিভিন্ন প্রাকৃতিক দূর্যোগে ক্ষতিগ্রস্তদের সহায়তার পাশাপাশি সামাজিক উন্নয়নমূলক কাজ অব্যাহত রেখেছে ট্রাষ্ট। ভবিষ্যতেও ট্রাষ্টের উদ্যোগে এ ধরনের মানবিক কার্যক্রম চলমান থাকবে বলেও জানান তিনি। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, দিরাই উপজেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা মুখতার হোসাইন চৌধুরী বলেন এমন মহতি কাজ কে সাধুবাদ জানাই,সহসভাপতি মাওলানা ইলিয়াস আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক সম্পাদক মাওলানা আবিদুর রহমান, দিরাই পৌর জমিয়তের সভাপতি মাওলানা হেলাল আহমদ, সাংগঠনিক সম্পাদক মাওলানা এনামুল হক শরীফপুরী, সুনামগঞ্জ জেলা যুব জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা ওবায়দুল হক চৌধুরী, দিরাই উপজেলা যুব জমিয়তের সভাপতি মুফতি মোশাররফ হোসাইন চৌধুরী, সাধারণ সম্পাদক মাওলানা জাবির আল হাসান, শ্রমিক জমিয়তের সভাপতি মাওলানা মাসুম আহমেদ, উপজেলা ছাত্র জমিয়তের সভাপতি এম হাসান আহমদ, সাধারণ সম্পাদক হাফিজ কয়েস আহমদ, দিরাই সরকারি ডিগ্রি কলেজ ছাত্র জমিয়তের সভাপতি সাইফ আহমেদ প্রমুখ।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ