বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫, ১০:১৬ অপরাহ্ন

দিনাজপুরের মোহনপুর রাবার ড্যামে গোসল করতে নেমে দুই বন্ধুর অকাল মৃ*ত্যু।

দিনাজপুর প্রতিনিধি।
  • প্রকাশের সময় : সোমবার, ৯ জুন, ২০২৫
  • ৪৯ বার পড়া হয়েছে

দিনাজপুর প্রতিনিধি।

দিনাজপুরে ঈদের পরের দিন নদীতে ও পুকুরে ডুবে প্রাণ গেছে দুইজনের। রোববার দিনাজপুর সদর ও চিরিরবন্দর উপজেলায় এ ঘটনা ঘটে।

দিনাজপুর সদর উপজেলার আত্রাই নদীর মোহনপুর রাবার ড্যামে গোসল করতে গিয়ে নদীতে ডুবে মারা গেছে মমিনুল হক (১৮) নামে এক যুবক এবং দিনাজপুরের চিরিরবন্দরে নানার বাড়িতে ঈদ করতে এসে পুকুরে ডুবে মারা গেছে আব্দুল্লাহ নামে তিন বছরের শিশু।

স্থানীয়রা জানায়, ঈদের পরের দিন রোববার দুপুরে মমিনুল হক তার কয়েক বন্ধুসহ দিনাজপুর সদর উপজেলার আত্রাই নদীর মোহনপুর রাবার ড্যামে গোসল করতে যায়। গোসল করতে নেমে দুপুর ১২টায় গভীর পানিতে তলিয়ে যায় মমিনুল। বন্ধু বান্ধবরা তাকে উদ্ধার করতে না পেরে ফায়ার সার্ভিসকে খবর দেয়। কিন্তু দিনাজপুরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল না থাকায় রংপুর থেকে ডুবুরি দলকে তলব করা হয়। রংপুর থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে নিখোঁজের ৭ ঘণ্টা পর রোববার সন্ধ্যা ৭টায় মমিনুলের লাশ উদ্ধার করে।

মমিনুল হক দিনাজপুর শহরের নিমনগর (ফুলবাড়ী বাসস্ট্যান্ড) এলাকার ভোলা মিয়ার ছেলে।

বিষয়টি নিশ্চিত করে দিনাজপুর ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর আব্দুল মালেক জানান, পুলিশের উপস্থিতিতে মমিনুলের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এদিকে দিনাজপুরের চিরিরবন্দরে নানার বাড়িতে ঈদ করতে এসে পুকুরে ডুবে মারা গেছে আব্দুল্লাহ নামে তিন বছরের এক শিশু। আব্দুল্লাহ ঢাকার জুরাইন এলাকার মাসুদ রানার ছেলে।

ঘটনাটি ঘটেছে রোববার বিকালে দিনাজপুরের চিরিরবন্দর থানাপাড়া এলাকায়। পারিবারিক সূত্রে জানা যায়, মা রুনী আক্তার তার দুই সন্তান রেদোয়ান ও আব্দুল্লাহকে নিয়ে দিনাজপুরের চিরিরবন্দরে বাবা আমিনুল হকের বাড়িতে ঈদ করতে আসেন। ঈদের পরের দিন রোববার বিকালে ছোট ছেলে আব্দুল্লাহ হঠাৎ নিখোঁজ হলে তাকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করা হয়। এরপর বাড়ির পাশের পুকুর থেকে আব্দুল্লাহর লাশ উদ্ধার করা হয়। ধারণা করা হয়- পুকুরের পাশে খেলার সময় পুকুরে পড়ে যায় আব্দুল্লাহ।

চিরিরবন্দর থানার ওসি আব্দুল ওয়াদুদ বিষয়টি নিশ্চিত করেছেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ