মোঃ আব্দুর রহিম (শরণখোলা) প্রতিনিধি:
অধ্যক্ষ আব্দুল আলিম এর ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় ও নির্বাচনী মহরা প্রদর্শন করা হয়েছে।
বাগেরহাট -৪(শরণখোলা মোড়েলগঞ্জ) জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অধ্যক্ষ আব্দুল আলিম।
আজ রবিবার (৮ জুন) সকাল ১০:৩০ মিনিটে শরণখোলা উপজেলার সর্বস্তরের জনগণের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। শরণখোলায় জামায়াতে ইসলামীর এযাবৎ কালের সর্ববৃহৎ শোডাউন বলে অনেকের ধারণা। রায়েন্দা বাজার পাঁচ রাস্তার মোড়ে জনতার ভালবাসায় সিক্ত হয়ে সাউথখালি ইউনিয়নে যাত্রা করেন অধ্যক্ষ আব্দুল আলিমসহ নেতাকর্মীরা। মোড়েলগঞ্জ – শরণখোলার নেতা কর্মীরা তার সাথে মহড়ায় অংশ নেন। জনতার আকাঙ্খা পূরণে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অধ্যক্ষ আব্দুল আলিম প্রতিজ্ঞাবদ্ধ। বাংলাদেশে অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জামায়াতে ইসলামী ইসলামি শাসন কায়েম করতে সকলের দোয়া অসহযোগিতা কামনা করেন এ প্রার্থী। সেই সাথে উন্নয়ন ধারা অব্যহত রাখতে চায় জামায়াতে ইসলামী।