শনিবার, ২১ জুন ২০২৫, ১০:৫০ পূর্বাহ্ন

কুমিল্লা দেবিদ্দার থানায় বাগুরে সড়ক দুর্ঘটনায় শিশু নিহত”

মিজানুর রহমান স্টাফ রিপোর্টার "
  • প্রকাশের সময় : রবিবার, ৮ জুন, ২০২৫
  • ৫৩ বার পড়া হয়েছে

মিজানুর রহমান স্টাফ রিপোর্টার ”

কুমিল্লার দেবিদ্বার উপজেলার বরকামতা ইউনিয়নের বাগুর এলাকায় পিকাপ ভ্যানের চাকায় পিষ্ট হয়ে মোঃ রিমন (৮) নামে এক শিশু নিহত হয়েছে। সে বাগুর গ্রামের (ছাগিরের বাড়ির) মোঃ রোবেল মিয়ার পুত্র।

শুক্রবার (৬ জুন) বিকেল ৬ টার সময় নিহতের বাড়ির সামনে রাস্তায় ঘটনাটি ঘটে।

স্হানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যার একটু আগে শিশুটি তার নিজ বাড়িতে খেলা করছিল। হঠাৎ বরকামতা থেকে কোরবানির গরু বোঝাই একটি পিকাপ নবিয়াবাদের দিকে যাচ্ছিল। গাড়িটি শিশুটির বাড়ির সামনে আসলে সে দৌড়ে এসে চলন্ত পিকাপের চাকায় পিষ্ট হয়ে গুরুতর আহত হয়। তাৎক্ষণিক তাকে দ্রুত চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনায় পিকাপ গাড়ি আটক করেছে স্হানীয়রা। একমাত্র শিশু ছেলেকে হারিয়ে শোকের ছায়া নেমে আসে পুরো পরিবারে।

এ বিষয়ে দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শামসুদ্দিন মোঃ ইলিয়াসকে একাধিকবার ফোন করলেও রিসিভ না করায় কথা বলা সম্ভব হয়নি।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ