শনিবার, ২১ জুন ২০২৫, ১০:২৮ পূর্বাহ্ন

সড়ক দূর্ঘটনায় প্রাণ গেল কুমিরা অরবিট ডায়াগনস্টিক সেন্টার এর অফিস সহকারী জিয়া উদ্দিন সুমনের

মো:রমিজ আলী সীতাকুণ্ড প্রতিনিধি(চট্টগ্রাম)।
  • প্রকাশের সময় : রবিবার, ৮ জুন, ২০২৫
  • ৬৮ বার পড়া হয়েছে

মো:রমিজ আলী
সীতাকুণ্ড প্রতিনিধি(চট্টগ্রাম)

চট্টগ্রামের সীতাকুণ্ডে ঈদের দিনেও সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কুমিরা ডায়াগনস্টিক সেন্টার এর অফিস সহকারী জিয়া উদ্দিন সুমনের (২৭)।

গতকাল (৭ জুন) শনিবার সন্ধ্যা আনুমানিক সাড়ে ৭ টার দিকে এই দুর্ঘটনাটি ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জিয়াউদ্দিন সুমন নামের এক যুবক বাইসাইকেল চালিয়ে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় গেটের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেইন অতিক্রম করছিল।এ সময় চট্টগ্রামমুখি একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে তাকে সজোরে ধাক্কা দিলে জিয়াউদ্দিন সুমন ছিটকে নিচে পড়ে ঘটনাস্থলেই নিহত হন।

অপরদিকে এ ঘটনায় মোটরসাইকেল আরোহী দুইজনকে স্থানীয়রা আহত অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করান।

নিহত জিয়া উদ্দিন সুমন বড় কুমিরা এলাকার ভেল্লার বাড়ির বাসিন্দা মোঃ সালে আহমেদের ছেলে বলে জানিয়েছেন বার আউলিয়া হাইওয়ে থানার ওসি মোঃ আব্দুল মোমিন।

তিনি বলেন, এই ঘটনায় মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে। আহত মোটরসাইকেল দুই আরোহীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করানো হয়েছে। যুবক জিয়া উদ্দিন সুমন বড় কুমিরা ডায়াগনস্টিক সেন্টার এর অফিস সহকারী বলে আমরা জানতে পেরেছেন

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ