শনিবার, ২১ জুন ২০২৫, ১০:৩২ পূর্বাহ্ন

সুন্দরবনে হরিণ শিকারের মালা ফাঁদ জব্দ

মোঃ আব্দুর রহিম (শরণখোলা) প্রতিনিধি :
  • প্রকাশের সময় : শনিবার, ৭ জুন, ২০২৫
  • ৬৭ বার পড়া হয়েছে

মোঃ আব্দুর রহিম (শরণখোলা) প্রতিনিধি :

গত শুক্রবার (৬ জুন) সুন্দরবনের গহীন হতে হরিণ শিকারের মালা ফাঁদ উদ্ধার করা হয়েছে। প্রতিদিনের মতো সাপ্তাহিক ছুটির দিনেও থেমে নেই বনরক্ষীরা। সুন্দরবন রক্ষায় বনরক্ষীরা বদ্ধপরিকর। তাইতো ঈদের ছুটি উপেক্ষা করে সাপ্তাহিক ছুটির দিনেও টহলকারী দল তাদের টহল কার্যক্রম চলমান রেখেছে। সুন্দরবনের জেলেপল্লী, দুবলার চর ও শেলার চর টহল ফাঁড়ির ফরেস্টদের যৌথ অভিযান পরিচালিত হয়। এ অভিযানে কালামিয়ার ভারানি খালের পশ্চিম পাশে উল্লেখযোগ্য পরিমাণ হরিণ শিকারের মালা ফাঁদ উদ্ধার করা হয়েছে। তবে হরিণ শিকারিরা বন রক্ষীদের টের পেয়ে পালিয়ে যেতে সক্ষম হয়েছে। হরিণ শিকারের এ চক্রকে আটক করার জন্য বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করা হয়েছে এবং বনবিভাগ কমিটি গঠন করেছে বন ও বন সম্পদ রক্ষা করতে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ