বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫, ০৮:৪৯ অপরাহ্ন

সুনামগঞ্জ দিরাই শাল্লা সহ সবাইকে মোঃহুমায়ূন কবির তালুকদারের পক্ষ থেকে ঈদুল আযহার শুভেচ্ছা

দিরাই উপজেলা স্টাফ রিপোর্টার গোলাম জিলানী :
  • প্রকাশের সময় : শনিবার, ৭ জুন, ২০২৫
  • ৬৬ বার পড়া হয়েছে

দিরাই উপজেলা স্টাফ রিপোর্টার গোলাম জিলানী :

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সুনামগঞ্জ-সহ দিরাই শাল্লার সর্বস্তরের জনগণসহ দেশ-বিদেশের সবাইকে ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক জানিয়েছেন ত্যাগের শিক্ষায় উদ্ভাসিত হয়ে ঈদ আনন্দে অসহায় মানুষদের শামিল করতে সামর্থ অনুযায়ী এগিয়ে আসার জন্য সামর্থবানদের প্রতি আহ্বান জানান তিনি।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র ঈদুল আযহা হচ্ছে মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। আল্লাহর রাস্তায় প্রিয় প্রাণী কুরবানীর মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অজর্ন করাই ঈদুল আযহার প্রকৃত শিক্ষা। সুমহান ত্যাগের আলোকে আমাদের পরিচালিত করার শপথ নিতে হবে। এবার আমরা ফ্যাসিবাদ মুক্ত দেশে পবিত্র ঈদুল আযহা উদযাপন করতে যাচ্ছি। তবে ফ্যাসিস্ট সরকারের পতন আন্দোলনে হাজার হাজার ছাত্র-জনতাকে শহীদ হতে হয়েছে। হাজার হাজার ছাত্র-জনতা আহত হয়ে এখনো হাসপাতালের বেডে কাৎড়াচ্ছেন। জুলাই আন্দোলনের শহীদদের পরিবারে আজ ঈদের আনন্দ নেই। স্বজন হারানো শহীদ পরিবারের পাশে দাঁড়ানো এবং তাদের ঈদ আনন্দে শামিল করা আমাদের নৈতিক দায়িত্ব।
ঈদ মানুষে মানুষে ভেদাভেদ ও অনৈক্য ভুলে গিয়ে পরস্পরকে ভ্রাতৃত্ব, সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধনে আবদ্ধ করে সামাজিক বন্ধনকে সুদৃঢ় করে। ঈদ আমাদের ব্যক্তিগত, সামাজিক ও জাতীয়ভাবে ঐক্যের বন্ধন শক্তিশালী করে। জীবনের প্রতিটি দিনই হোক ঈদের মতো আনন্দময় এই কামনায় সবাইকে ঈদ মোবারক জানান মোঃহুুমায়ূন কবির তালুকদার দিরাই পৌর বিএনপি প্রতিষ্ঠাতা সম্পাদক ও সুনামগঞ্জ জেলা বিএনপি নির্বাহি কমিটির অন্যতম সদস্য দিরাই উপজেলা বিএনপি সিনিয়র যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির তালুকদার

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ