বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫, ০৯:১০ অপরাহ্ন

দিনাজপুরে কোরবানির শেষ হাটে গরুর দাম চড়া, বিক্রি জমজমাট

মো:সালাম রাব্বানী দিনাজপুর প্রতিনিধি
  • প্রকাশের সময় : শুক্রবার, ৬ জুন, ২০২৫
  • ১২৬ বার পড়া হয়েছে

মো:সালাম রাব্বানী
দিনাজপুর প্রতিনিধি

কোরবানির ঈদ উপলক্ষে দিনাজপুর জেলার বিরল উপজেলার চকের হাট বাজারে আজ বসেছে কোরবানির শেষ পশুর হাট। শেষ মুহূর্তে ক্রয়-বিক্রয় যেন রীতিমতো প্রতিযোগিতায় রূপ নিয়েছে। গরু ও ছাগলের চাহিদা ছিল তুঙ্গে, যার ফলে দামও ছিল তুলনামূলক বেশি।

বিক্রেতারা জানিয়েছেন, বাজারে পশুর যোগান কম থাকায় এবং ক্রেতাদের চাপ বেশি থাকায় গরুর দাম বেড়ে গেছে কয়েক হাজার টাকা পর্যন্ত। এক বিক্রেতা জানান, “আমি গরুটার দাম ধরছিলাম ৮৫ হাজার টাকা, কিন্তু শেষমেশ বিক্রি করলাম ৯০ হাজার টাকায়। কল্পনাও করিনি যে এতটা দাম পাব।”

শুধু বিক্রেতা নয়, ক্রেতারাও তাদের অভিজ্ঞতা ভাগ করে নিচ্ছেন। একজন ক্রেতা বলেন, “আজ আমাদের স্বার্থই হচ্ছে একটা ভালো পশু কেনা। তাই যেটা পছন্দ হচ্ছে, সেটার দাম একটু বেশি হলেও আমরা নিচ্ছি। কারণ আজই শেষ হাট, আর বিকল্প কোনো সুযোগ নেই।”

চকের হাট বাজার ঘুরে দেখা গেছে, ভালো মানের গরু ও ছাগলগুলো হাতছাড়া হওয়ার আগেই ক্রেতারা কিনে নিচ্ছেন। শেষ দিনের বাজার হওয়ায় দরদাম নিয়ে তেমন আলোচনা না করেই অধিকাংশ ক্রেতা পশু কিনে নিচ্ছেন।

স্থানীয়দের মতে, এমন ভিড় ও দাম কেবল শেষ হাটেই দেখা যায়। ক্রেতা ও বিক্রেতা উভয়ই শেষ মুহূর্তে সন্তুষ্টি প্রকাশ করেছেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ