মোঃ আল আমিন সরকার,ষ্টাফ,রিপোটার,ধনবাড়ী, টাংগাইল প্রতিনিধি :
টাঙ্গাইল ধনবাড়ীতে ১০পিছ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী মোঃ বাবলু (৩০) গোপন সংবাদের ভিত্তিত্বে মাদক সেবন ও বিক্রয় করার অপরাধে হাতে নাথে গ্রেফতার করেছে ধনবাড়ী থানা পুলিশ।
ধনবাড়ী থানার এ এস আই আতিকের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিত্বে গতকাল পাইস্কা ইউনিয়নের গাড়াখালী খালি মোড় তার চায়ের দোকান থেকে (১০) পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।
গ্রেফতার কৃত আসামী হলেন ধনবাড়ী পৌর সভার ৬ নং ওয়ার্ডের ছোট বান্দ্রা গ্রামের মৃত শরবত আলী ছেলে মোঃ বাবলু
ধনবাড়ি থানার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮; আইন মোতাবেক ৪ জুন আসামীকে টাঙ্গাইল জেল হাজতে প্রেরণ করা হয়।
এ ব্যাপারে ধনবাড়ী থানার ওসি এস এম শহীদুল্লাহ বলেন, এই অভিযান অব্যাহত থাকবে। আমরা মাদকের উপর অভিযান চালিয়ে যাবো।এবং আমরা চেষ্টা করব ধনবাড়ীকে অপরাধ ও মাদকমুক্ত করার।