মো:সালাম রাব্বানী
দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুরের বিরল উপজেলার কাঞ্চনঘাট খশালডাঙ্গা গরুর হাটে কোরবানির ঈদকে সামনে রেখে জমে উঠেছে গরুর কেনাবেচা। প্রতিটি হাটে এখন ভিড় বাড়ছে ক্রেতা-বিক্রেতার, আর চলছে চড়া দর কষাকষি।
হাটজুড়ে এখন কোরবানির আমেজ। ছোট-বড় নানা আকারের গরু নিয়ে হাজির হচ্ছেন খামারি ও ব্যবসায়ীরা। কেউ কেউ দূর-দূরান্ত থেকে গরু নিয়ে আসছেন এই জনপ্রিয় হাটে। ক্রেতারাও আসছেন পছন্দসই পশু খুঁজতে।
হাটে কথা হয় কয়েকজন গরু ব্যবসায়ীর সঙ্গে। তাদের ভাষ্য, “এই বছর কোরবানির বাজার বেশ ভালো। গরুর মান অনুযায়ী দাম মিলছে। এখন পর্যন্ত বিক্রি ভালো হচ্ছে।”
তবে সবার অভিজ্ঞতা এক নয়। আরেক ব্যবসায়ী বলেন, “মানুষ এখন গরুর মাংস দেখে কিনছে। গরু দেখতে মোটা হলেও যদি মনে হয় মাংসে ঘাটতি আছে, তাহলে অনেকেই আগ্রহ হারাচ্ছে। এতে কিছুটা হতাশ হতে হচ্ছে।”
বাজারে দেখা যাচ্ছে, গরুর দাম নির্ধারণে মাংসের গঠন, গরুর স্বাস্থ্য ও জাত বড় ভূমিকা রাখছে। গরু যত বেশি মাংসল ও স্বাস্থ্যবান, দাম ততই চড়া।
হাটে ক্রেতা সাইদুর রহমান বলেন, “ভালো গরু পেতে হলে একটু আগেভাগেই হাটে আসা দরকার। পরে গেলে ভালো গরু পাওয়া মুশকিল হয়।”
বিক্রেতারা আশাবাদী, সামনে আরও কয়েকটি হাটে গরুর চাহিদা বাড়বে এবং বাজার আরও চাঙা হবে।