শনিবার, ২১ জুন ২০২৫, ১১:১১ পূর্বাহ্ন

বড়খানপুরে জিয়ার আদর্শে উজ্জীবিত জনতার মানবিক উদ্যোগ: শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল ও খাদ্য বিতরণ

মোঃ আসিফ ইকবাল রকি যশোর প্রতিনিধি
  • প্রকাশের সময় : সোমবার, ২ জুন, ২০২৫
  • ১৫৬ বার পড়া হয়েছে

মোঃ আসিফ ইকবাল রকি
যশোর প্রতিনিধি

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ১০ নম্বর নারায়ণপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের উদ্যোগে বড়খানপুরে চতুর্থ দিনের মতো দোয়া মাহফিল ও দুস্থদের মাঝে খাবার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী, জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব জনাব জহুরুল ইসলাম। তিনি বলেন, “জিয়াউর রহমান কেবল একজন রাষ্ট্রনায়ক ছিলেন না, ছিলেন একজন বিপ্লবী আদর্শের প্রতীক, যিনি বাংলাদেশকে আত্মমর্যাদার পথে এগিয়ে নিতে চেয়েছিলেন। তাঁর পথ অনুসরণ করেই আমাদের এগিয়ে যেতে হবে।”

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন হাকিমপুর ইউনিয়ন থেকে বারবার নির্বাচিত সফল চেয়ারম্যান ও চৌগাছা থানা বিএনপির সুযোগ্য সাধারণ সম্পাদক জনাব মাসুদুল হাসান। তিনি বলেন, “আজকের এই মানবিক আয়োজন প্রমাণ করে, শহীদ জিয়ার আদর্শ এখনো মানুষকে একত্রিত করতে পারে। বিএনপি সবসময় অসহায় মানুষের পাশে ছিল, আছে, এবং থাকবে।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

দোয়া মাহফিলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়। এরপর এলাকার অসহায় ও দুস্থ মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়, যা উপস্থিত মানুষের মাঝে প্রশংসা কুড়ায়।

স্থানীয়রা বলেন, “বড়খানপুরে এই ধরণের মানবিক উদ্যোগের মাধ্যমে নেতৃবৃন্দ প্রমাণ করেছেন যে, রাজনীতি শুধু ক্ষমতার জন্য নয়, মানুষের পাশে দাঁড়ানোর জন্যও।”

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ