বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫, ০৯:৪২ অপরাহ্ন

কুমিল্লায় দুই ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা

মিজানুর রহমান স্টাফ রিপোর্টার"
  • প্রকাশের সময় : সোমবার, ২ জুন, ২০২৫
  • ৬৩ বার পড়া হয়েছে

মিজানুর রহমান স্টাফ রিপোর্টার”

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কুমিল্লা জেলা কার্যালয়ের উদ্যোগে ভোক্তাদের অধিকার রক্ষায় পরিচালিত এক অভিযানে দুটি ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা করা হয়েছে।

রবিবার (১ জুন) সকাল থেকে বিকাল পর্যন্ত আদর্শ সদর উপজেলার সদর হাসপাতাল রোড এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুমিল্লার সহকারী পরিচালক মো. কাউছার মিয়া।

অভিযানে “পদ্মা মেডিকেল সার্ভিসেস” নামক একটি ডায়াগনস্টিক সেন্টারে মূল্য তালিকার চেয়ে অতিরিক্ত টাকা নিয়ে টেস্টের ফি আদায়ের প্রমাণ পাওয়া গেলে প্রতিষ্ঠানটিকে ১৫,০০০ টাকা জরিমানা করা হয়।

অপরদিকে, “তাইফ মেডিকেল সার্ভিসেস”-এ নির্ধারিত তাপমাত্রায় রিএজেন্ট সংরক্ষণ না করা এবং প্রতিশ্রুত সেবার মান বজায় রাখতে ব্যর্থ হওয়ার অভিযোগে প্রতিষ্ঠানটিকে ১০,০০০ টাকা জরিমানা করা হয়। দুই প্রতিষ্ঠানকে মোট ২৫,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

এ সময় প্রতিষ্ঠানগুলোকে ভবিষ্যতে সেবার মান বজায় রাখা এবং ভোক্তাদের সঙ্গে কোনো ধরনের প্রতারণা না করার বিষয়ে কঠোর নির্দেশনা দেওয়া হয়।

অভিযানে আরও উপস্থিত ছিলেন অধিদপ্তরের অফিস সহকারী ফরিদা ইয়াসমিন এবং কুমিল্লা জেলা পুলিশের একটি সহযোগী দল।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ